Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাককালাম-কপিলদের ছাড়িয়ে মুশফিক

রইলো বাকি চার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক যে মুশফিকুর রহিম এতে কোন সন্দেহ নেই। এখন পর্যন্ত তার নেতৃত্বে ৩১ ম্যাচের ৭টিতে জিতেছে টাইগাররা। টেস্টে এখন পর্যন্ত ১০১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ১০টিতে জয়ে পেয়েছে টাইগাররা। আর দশটি জয়ের ৭টিই এসেছে মুশফিকের অধীনে। বাকি তিনটি জয়ের একটি করে জিতেছেন সাকিব আল হাসান, হাবিবুল বাশার এবং মাশরাফি বিন মর্তুজা। মুশফিকের হাত ধরে টাইগাররা শ্রীলংকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মত বড় প্রতিপক্ষকে টেস্টে বাজিমাত করেছে। গেলপরশু অজিদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এখন এগিয়ে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে বড় বড় লিজেন্ডারি ক্রিকেটাররা যা করতে পারেননি তাই করে দেখিয়েছেন মুশফিক।
টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে কোন ম্যাচে জয়ের রেকর্ড নেই নিউজিল্যান্ডের দুই দলপতি স্টিভেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম , শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে, ভারতের কপিল দেব, ইংল্যান্ডের গ্রাহাম গুচ এবং অ্যান্ড্রু ফ্লিন্টফেরও।
সর্বপ্রথম ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়েই টেস্ট ক্রিকেটে নিজেদের জয়যাত্রা শুরু করেছিল বাংলাদেশ দল। সেই বছর হাবিবুল বাশারের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে নিজেদের অগ্রযাত্রার মাত্র পাঁচ বছরের মধ্যেই সিরিজ জিতে টাইগাররা। এর চার বছর পর ২০০৯ সালে ক্যারিবিয় দ্বিপপুঞ্জে গিয়ে সফরকারী দল হিসেবে নিজেদের প্রথম টেস্ট সিরিজ জিতে দেশে ফিরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর আবারও ২০১৪ সালে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতে মুশফিকুর রহিমের দল। পরবর্তীতে ২০১৬ সালে ইংলিশদের ঘরের মাঠে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় সাদা পোষাকের টাইগাররা।
২০১৭ সালের মে মাসে শ্রীলংকার মাটিতে নিজেদের শততম টেস্টে জয় পাওয়ার পাশাপাশি ১-১ ব্যবধানে সিরিজ শেষ করে সাকিব-তামিমরা। আর গতকাল বুধবার ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানে জয় কুড়ালো টাইগাররা।
এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে পাঁচ দেশের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বাধিক পাঁচবার জয়ের রেকর্ড টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে দুটি জয়।



 

Show all comments
  • lipi karim ১৮ মার্চ, ২০১৮, ১২:৩০ পিএম says : 0
    inkilab gindabad
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ