মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যে ব্যাপক মত পার্থক্য দেখা যাচ্ছে। ট্রাম্প যেখানে বলছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কথায় কাজ হবে না, সেখানে টিলারসন বলছেন, কূটনীতির দরজা এখনো খোলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার আবার হুমকি দিয়ে বলছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কথায় কাজ হবে না। তাদের সামরিক কার্যক্রমের বিষয়ে আলোচনা কোনো জবাব হতে পারে না। এক টুইটে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করেই যাচ্ছে এবং ২৫ বছর ধরে আমরা তাদের চাঁদা দিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এমন হুমকি দিলেও একই দিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, এ ক্ষেত্রে এখনো কূটনীতির সুযোগ রয়েছে। তবে তাতে ফলাফল কী হবে, তা নিয়ে অবশ্য দ্বিধা থেকেই যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সং ইয়ুং-মুর সঙ্গে গত বুধবার পেন্টাগনে বৈঠক করেন টিলারসন। এ সময় মাট্টিস বলেন, আমরা কখনোই কূটনৈতিক সমাধানের বাইরে নই। অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন হুঁশিয়ার করে বলেন, প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের সামরিক ঘাঁটিতে হামলার প্রাথমিক ধাপ এটি। তার এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে উত্তর কোরিয়াকে হুমকি দিলেন। ট্রাম্প এমন সময় এই টুইট করলেন, যার কয়েক দিন আগে তিনি বলেছিলেন, উত্তর কোরীয় নেতা কিম জং-উন যুক্তরাষ্ট্রকে সম্মান করতে শুরু করেছে। তবে উত্তর কোরিয়ার সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্যের সম্মতিতে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।