পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল শান্তি চায় না বলে মন্তব্য করেছেন আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে যে সব বসতি স্থাপন করা হয়েছে তা কখনো সরিয়ে নেয়া হবে না বলে নেতানিয়াহুর সা¤প্রতিক বক্তব্যের পর এক বিবৃতিতে আরব লিগ প্রধান এ মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সা¤প্রতিক মন্তব্যে প্রমাণিত হচ্ছে যে তেল আবিব শান্তি চায় না। নেতানিয়াহুর কঠোর নিন্দা করে তিনি বলেন, শান্তি চায় এমন কোনো ব্যক্তি এ ধরনের বিবৃতি দিতে পারেন না। গত সোমবার দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু অঙ্গীকার ব্যক্ত করে বলেছিলেন, পশ্চিম তীরের কোনো বসতি কখনোই সরিয়ে নেয়া হবে না। ১৯৬৭ সালে দখল করার পর থেকে পশ্চিম তীরে শতাধিক ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপন করেছে তেল আবিব। অপর এক খবরে বলা হয়, ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি বলেন, এই সমস্যা সমাধানের অন্য কোনও বিকল্প পদ্ধতি নেই। গত বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহর সঙ্গে রামাল্লায় বৈঠক করেন গুতেরেজ। বৈঠকের পরই তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে এই অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং মানুষের দুর্দশা কমাতে হবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।