Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিপদে ধৈর্য ধরলে উত্তম প্রতিদান দেবেন আল্লাহ

বগুড়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহম্মেদ মোমতাজী বলেছেন, দেশের যে প্রান্তে যে কোন দুর্যোগে দুর্গত মানুষের পাশে তারা আছেন, থাকবেনও ইন-শা আল্লাহ । তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এবং সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় আমরা বগুড়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সারিয়াকান্দিতে এসেছি’। এলাকার দুর্গত মানুষের উদ্দেশে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মত বিপদাপদ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহই বিপদে ধৈর্য ধরতে বলেছেন, তাই মুমিন হিসেবে আমাদের সবারই ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে । ধৈর্য ধরলে আল্লাহই তার উত্তম বিনিময় দান করবেন’।
অধ্যক্ষ মোমতাজি গতকাল বুধবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ উপলক্ষে সমবেত দুর্গত মানুষ, মোদার্রেছীন ও সুধীবৃন্দের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা বলেন। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আতিকুর রহমান, জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার সিনিয়র সভাপতি জোড়া মাদরাসার অধ্যক্ষ মাও একেএম শাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি মাও আব্দুল হাই বারী, ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ পীরজাদা মাও. রাগেব হাসান ওসমানি, গাবতলী আলিম মাদরাসার অধ্যক্ষ রেজাউল বারি ও সারিয়াকান্দি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুলসহ সংগঠনের বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যের পরে মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত ৩ শত বন্যাদুর্গত মানুষের মধ্যে জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও ঈদ উপহার তুলে দেন মাও. শাব্বির আহম্মেদ মোমতাজী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লাহ

৩১ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ