পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্ক থাকবেই। তবে আমি এটা নিয়ে চিন্তিত নই। কারণ সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্কই আমাদের গণতন্ত্রের ম্যাচুউরিটির লক্ষণ। তিনি আরো বলেন, রায় নিয়ে বিতর্ক মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। গতকাল সোমবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘ল পলিটিক্স এন্ড জুডিশিয়াল :ষোড়শ সংশোধনী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. শাহদীন মালিক, গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্ক থাকবেই। কিন্তু সা¤প্রতিক বিতর্ক কিছু কিছু ক্ষেত্রে এ মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছে। তবে আমি এটা নিয়ে চিন্তিত নই। কারণ সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্কই আমাদের গণতন্ত্রের ম্যাচুউরিটির লক্ষণ। তিনি বলেন, কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসলে তা তদন্ত করবে সুপ্রিম কোর্ট। কিন্তু তাদের সুপারিশের আলোকে শাস্তি দেবেন পার্লামেন্ট। মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রেদওয়ানুল হক বলেন, বিচারক নিয়োগে আইন তৈরি করতে হবে। দেশে এখন বিচারক নিয়োগ দেয়ার ক্ষেত্রে কোনো বিধি-বিধান নেই। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।