Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ থেকে ভারত বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে

সংবাদ সম্মেলনে ড. শাহদীন মালিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দেশে দক্ষ জনবলের এই অভাব ভারত খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। পার্শ্ববর্তী এই দেশটি আমাদের দেশ থেকে গত পাঁচ বছর ধরে প্রতিবছর ৪-৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। এদেশে ভারতের মাত্র ২-৩ লাখ মানুষ কাজ করে। এই সংখ্যাই দেখিয়ে দেয় আমাদের শিক্ষা ব্যবস্থার মান কতটা নিচে আছে। দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে, শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জ্ঞান না থাকা। যাদের আমরা শিক্ষিত বলছি বিদেশে সেই শিক্ষিত লোকের কোনো চাহিদা নেই। দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা দক্ষ জনবল তৈরি করতে পারছে না। এ অভিমত ব্যক্ত করেছেন আইনজ্ঞ ড.শাহদীন মালিক।

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট’- (রামরু) আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি ও প্রকৃতি-২০১৯ অর্জন এবং চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণাভিত্তিক বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ড. শাহদীন মালিক বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক কিংবা কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব কম দেয়া হয়। অথচ উন্নত বিশ্বে ব্যবহারিক শিক্ষা প্রাথমিক অবস্থা থেকে দেয়া হয়। দেশে উচ্চ শিক্ষিত বেকার বাড়ার অন্যতম কারণ এটি। বর্তমানে দেশের উচ্চ শিক্ষিতদের কাজের কোনো সুযোগ নেই। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করতে পারছে না। তিনি বলেন, চলতি বছরে আমাদের বৈদেশিক রেমিট্যান্স খুব বেশি হলে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি হবে। এই পরিমান রেমিট্যান্স পাঠাতে বাংলাদেশের এক কোটিরও বেশি লোক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দেশ থেকে গত পাঁচ বছর ধরে প্রতিবছর ৪-৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। এদেশে ভারতের মাত্র ২-৩ লাখ মানুষ কাজ করে। এই সংখ্যাই দেখিয়ে দেয় আমাদের শিক্ষা ব্যবস্থার মান কতটা নিচে আছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে দক্ষ জনবলের অভাব ভারত খুব ভালভাবে কাজে লাগাচ্ছে। ভারতে যে কয়টা দেশ সব থেকে বেশি থেকে রেমিট্যান্স আয় করে তার মধ্যে বাংলাদেশ পঞ্চম। আমরা যাদের শিক্ষিত বলছি বিদেশে সেই শিক্ষিত লোকের কোনো চাহিদা নেই। শিক্ষা ব্যবস্থার মান যে পুরোপুরি ধসে গেছে তা খুব সহজেই বোঝা যায়। সরকারের উচিৎ এই বিষয়টির দিকে এখনি নজর দেয়া। না হলে বেকারের সংখ্যা বাড়তেই থাকবে।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকী। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।



 

Show all comments
  • Mhnr Saddam ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪০ এএম says : 0
    সময় এসেছে শিক্ষা ব্যবস্তা পরিবর্তনের। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে ৪১ সাল কেন ৮১ সালেও লক্ষ্যে পৌঁছাতে পারব না।
    Total Reply(0) Reply
  • Manik Uddin ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪০ এএম says : 0
    সরকার তো এই নিয়ে কোন মাথা ব্যাথা নেই। ইন্ডিয়াতে কয় লক্ষ বাংলাদেশী কাজ করে?
    Total Reply(0) Reply
  • Azad Khan ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪০ এএম says : 0
    বাকি আছে স্বাধীনতা হরণ।অপেক্ষা করুন অচিরেই দেখতে পাবেন বৃহত্তর বাংলা প্রদেশ হিসাবে ভারতের ঘোষণা।
    Total Reply(0) Reply
  • M A Afzal ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ এএম says : 2
    Kintu INDIA r obostha tow amader chao kharab.
    Total Reply(0) Reply
  • Md MostafizurRahman Banijjo ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ এএম says : 0
    ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র নয়। রোহিঙ্গা ইস্যুতে মিলেছে তার প্রমাণ।
    Total Reply(0) Reply
  • Nayon Miji ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ এএম says : 0
    বিনা ভোটে ক্ষমতায় থাকবেন,কিছু না দিয়ে
    Total Reply(0) Reply
  • Resma Rani ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ এএম says : 0
    সমস্যা কি দাদারা খাচ্ছে, তারা দেশ স্বাধীন করে দিয়েছে, সেহেতু খেতে পারে। কারণ আমরা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী।বাংলাদেশের প্রকৃত বন্ধু , দাদারা না থাকলে কি আমরা দেশ চালাতে পারতাম
    Total Reply(0) Reply
  • Abdul Motalab ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪২ এএম says : 1
    ব্যাংক লুট, সোনা লুট, আর আমরা প্রবাসে ভিক্ষা করি। ---পড়ালেখা শেষ করে দেশে চাকরি না পেয়ে কেউ বা রিকশা চালাচ্ছে । কেউবা হকারী করছে। আবার কেউবা মায়ের সোনা গয়না বাবার জমি বিক্রি করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে। সেখানে গিয়ে পেটের দায়ে কেউবা রাস্তা ঝাড়ু দিচ্ছে। কেউবা মাজরার কামলাগিরি করছে । কেউবা দুম্বা চরাচ্ছে। এভাবেই দেশের জন্য টাকা পাঠান সেই টাকায় গড়ে ওঠে সেই টাকায় গড়ে ওঠে রিজার্ভ ফান্ড । সেই রিজার্ভ ফান্ড ও লুট হয়ে যায় jকুয়েতের একটি ক্লিনিং কোম্পানীর ক্লিনার ভাইদের মাত্র ৩০ দিনার বেতন।(৮০০০/ টাকার মতন) ভিসার দাম সাত লাখ টাকা। - গত দু' মাস আগেও এরা পেতো ৬০ দিনার বেতন। এখন এদের বেতন নামিয়ে 30 দিনারে করা হয়েছে। এখান থেকে ম্যানেজারকে দিতে হবে একটা অংক বকশিস। তারপরে যে টাকা বাকি থাকে দু'বছর পর আকামা লাগাতে হবে ওখানে আকামার জন্য আর ইন্সুরেন্স এর জন্য দিতে হবে । বাকি পুরা টাকাটাই চলে যাবে ওখানে। সামান্য কিছু হয়তো হাতে থাকতে পারে। এবার এই ভাইদের কুয়েতে খাওয়া খরচ হাতখরচ এবং দেশের বাড়িতে পরিবার-পরিজনের জন্য টাকা পাঠানো এবং ঋণ শোধ করা সবই নির্ভর করবে ভিক্ষার উপর অর্থাৎ ডিউটির নামে দাঁড়িয়ে কিছু সাহায্য পাওয়া। আর অবৈধভাবে কাজ করে কিছু উপার্জন।
    Total Reply(0) Reply
  • MD MUBARAK HOSSAIN ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 1
    আমি মনে করি বাংলাদেশ সরকারকে এখন গুরুত্বপূর্ণভাবে শিক্ষাকে গুরুত্ব দেয়া উচিত এবং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এবং মাস্টার্স পর্যন্ত গুরুত্ব দেয় এবং প্রাথমিক শিক্ষা থেকেই কারিগরি শিক্ষাকে চালু করা উচিত আমি মনে করি কারণ বিশ্বের যত উন্নত দেশ আছে তাদের কারিগরি শিক্ষার কারনে আজও তার কারণ হিসেবে বলা যায় চীন জাপান ইত্যাদি|
    Total Reply(0) Reply
  • MD MUBARAK HOSSAIN ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 1
    আমি মনে করি বাংলাদেশ সরকারকে এখন গুরুত্বপূর্ণভাবে শিক্ষাকে গুরুত্ব দেয়া উচিত এবং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এবং মাস্টার্স পর্যন্ত গুরুত্ব দেয় এবং প্রাথমিক শিক্ষা থেকেই কারিগরি শিক্ষাকে চালু করা উচিত আমি মনে করি কারণ বিশ্বের যত উন্নত দেশ আছে তাদের কারিগরি শিক্ষার কারনে আজও তার কারণ হিসেবে বলা যায় চীন জাপান ইত্যাদি|
    Total Reply(0) Reply
  • MD MUBARAK HOSSAIN ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 1
    আমি মনে করি বাংলাদেশ সরকারকে এখন গুরুত্বপূর্ণভাবে শিক্ষাকে গুরুত্ব দেয়া উচিত এবং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এবং মাস্টার্স পর্যন্ত গুরুত্ব দেয় এবং প্রাথমিক শিক্ষা থেকেই কারিগরি শিক্ষাকে চালু করা উচিত আমি মনে করি কারণ বিশ্বের যত উন্নত দেশ আছে তাদের কারিগরি শিক্ষার কারনে আজও তার কারণ হিসেবে বলা যায় চীন জাপান ইত্যাদি|
    Total Reply(0) Reply
  • MD MUBARAK HOSSAIN ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 1
    আমি মনে করি বাংলাদেশ সরকারকে এখন গুরুত্বপূর্ণভাবে শিক্ষাকে গুরুত্ব দেয়া উচিত এবং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এবং মাস্টার্স পর্যন্ত গুরুত্ব দেয় এবং প্রাথমিক শিক্ষা থেকেই কারিগরি শিক্ষাকে চালু করা উচিত আমি মনে করি কারণ বিশ্বের যত উন্নত দেশ আছে তাদের কারিগরি শিক্ষার কারনে আজও তার কারণ হিসেবে বলা যায় চীন জাপান ইত্যাদি|
    Total Reply(0) Reply
  • ash ৩০ ডিসেম্বর, ২০১৯, ১:৪৪ এএম says : 0
    BANGLADESHER SHIKHARTHI DER SHIKHAR MANER KONO DORKAR NAI TOOO , SATRO RAJNITI KORE LEADER HOLE E CHOLBE ! CHADA BAJI , LEJUR BRITTI, MADOK , KHUN , GUM KORE E KUTHIBOTI HOTE PARBE
    Total Reply(0) Reply
  • HOSSAIN ৩০ ডিসেম্বর, ২০১৯, ৬:১৬ এএম says : 0
    Actually what left, that Bangladesh didn't give yet to india. So surprised to see that Bangladesh is closed to become a Ruined-Country. When Bangladeshi people are starting Boycott indian Products. I am already started Boycott indian TV Channels from my home.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ