Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান হাইওয়েতে ১৬ কি.মি. যানজট : চরম ভোগান্তি

রূপগঞ্জে কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীরগতি

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মোঃ খলিল শিকদার, রূপগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীরগতি, বাইপাস সড়ক অপ্রশস্ত থাকায় এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানজট এখন নিত্যদিনের। আবার পবিত্র ঈদ উল আযহার পশুবাহী যানবাহনের চাপ থাকায় যানজট সমস্যা আরো তীব্র আকার ধারন করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে এমন চিত্র। সূত্রে জানা গেছে, কাঞ্চন টোলপ্লাজায় ৪টি টোল বসানো হয়েছে। লোকবল সঙ্কটে মাঝে মাঝে ৪টি টোলের মধ্যে ২টি বন্ধ রাখা হয়। এছাড়া অতিরিক্ত টোল আদায় করায় প্রায় সময়ই টোল আদায়কারীদের সঙ্গে যানবাহন চালকদের বাকবিতন্ডা ঘটছে। মাঝে মাঝে মারপিটের ঘটনাও ঘটে। এতে সময় কেটে যায় ২০ থেকে ৩০ মিনিট। এ সময়ে যানজট লেগে যায় পুরো রাস্তায়। এক ঘন্টার মধ্যে এ যানজট সেতুর দুই পাশে প্রায় ৮ থেকে ১৬ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। ভোগান্তিতে পড়েন এ পথে যাতায়াতকারী যাত্রীসাধারন থেকে শুরু করে মালবাহী যানবাহনের চালকরা।
অপরদিকে পবিত্র ঈদ উল আযহা ঘিরে দেশের বিভিন্ন স্থানে পশুর হাটের জন্য দেশের উত্তরাঞ্চলের জেলা ও ভারতীয় পশুগুলো এ পথেই নিয়ে আসছেন পাইকাররা। কিন্তু এশিয়ান বাইপাসের রূপগঞ্জ এলাকায় এলেই যানজটে আটকা পড়ে হাটবারের সময় পেরিয়ে যায়। এতে লোকসানের মুখে পড়েন পাইকাররা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক মোটামুটি প্রসস্ত হলেও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি প্রসস্ত অনেকটা কম। যার ফলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে কোন প্রকার যানবাহন বিকল হয়ে পড়লে যানজট লেগে যায়।
অন্যদিকে সেতু মেরামতের কোন খোঁজখবর নেই। তাছাড়াও এ সড়কের বহুস্থানে ভাঙ্গা ও গর্তের সৃষ্টি হয়েছে। এসব ভাঙ্গা অংশ ও গর্তের কারনে মালবাহী ভারী যানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। কোন কোন সময় চাকা পাঞ্চার হয়ে রাস্তায় অন্যসব গাড়ির গতি থেমে যায়। এ সময় আটকে পড়া গাড়ীগুলো উদ্ধার করতে রেকার আসতেও সময় ব্যয় হয় বেশি। তাই একবার যানজটের সৃষ্টি হলে তা আরো প্রকট আকার ধারন করে।
এসব বিষয়ে কাঞ্চন সেতু প্রকল্প ও টোলপ্লাজার পরিচালক মোহাম্মদ কারিবুল ইসলাম জানান, পবিত্র ঈদ উল আযহা ঘিরে কুরবানীর পশুবাহী যানবাহন চলাচল অতিরিক্ত বেড়ে গেছে। তবে টোল আদায়ের জন্য ১৮ জন লোক নিয়োজিত রয়েছে। নির্ধারিত মুল্যের চেয়ে টোল অনেক কম দিলেই যানবাহন চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতন্ডা হয়ে থাকে। তবে সেতু এলাকা ছাড়াও অন্য কারনে যানজট সৃষ্টি হয় বলেও তিনি দাবি করেন। তিনি আরো বলেন, যানজট কমাতে ১৫ জন আনসার চাওয়া হয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কাছে। আশা করা যায় কাঞ্চন সেতু এলাকা যানজট মুক্ত থাকবে। আর যানজট মুক্ত রাখতে সেতু প্রকল্পের পক্ষ থেকে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল জানান, কাঞ্চন সেতুসহ প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে সড়ক মেরামত কাজ চলছে। অল্প কয়েক দিনের মধ্যে মেরামত কাজ সমাপ্ত হবে। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন বলেন, আমার সঙ্গে মাত্র এক জন কনস্টেবল দেয়া হয়েছে। এক জন কনস্টেবল দিয়ে কত টুকু যানজট নিরসন করা সম্ভব। পুলিশ সদস্য বাড়িয়ে দেয়া হলে যানজট নিরসন করা সম্ভব বলে তিনি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ