Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে বন্যায় বিধ্বস্ত দেড় হাজার কিলোমিটার সড়ক

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মোহাম্মদ নিজাম উদ্দিন, ছাগলনাইয়া থেকে : অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে দুই দফায় বন্যায় ফেনী জেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা রাস্তা। আর পাকা রাস্তাগুলো ধসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফুলগাজী উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৫টি স্থানে এবং পরশুরাম উপজেলায় মনিপুর গ্রামের অভয়া নদীর একটি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে যায়। সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে দরবারপুর, নোয়াপুর, করইয়া, ফুলগাজীর ৭ কিলোমিটার দৈর্ঘ্য খালেদা জিয়া সড়ক। বাশুড়া, গোসাইপুর, শ্রীবোররা শহীদ মোসলেহ উদ্দিন সড়ক, হাজি আবদুল মালেক দেড়পাড়া সড়ক, দক্ষিণ দরবারপুর বরইয়া সড়ক, পীর পাগলা সড়কসহ বড় বড় ১৫টি সড়ক আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাৎক্ষণিকভাবে সরকার রাস্তাঘাট মেরামত না করায় জনগণ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ দিয়ে আবারো বন্যার পানি ঢুকে, রাস্তাঘাট, ঘরবাড়ী, মৎস্য প্রজেক্ট, পুকুর ও মুরগী ফার্ম পানির নিছে তলিয়ে যাওয়ার আশংকা করছে নদী তীরবর্তী গ্রামের মানুষগুলো। ২ দফা বন্যায় বেড়িবাঁধ ভেঙ্গে ঘরবাড়ি, রাস্তাঘাট, পুল-কালভার্টসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে গত মাসে বাঁধ ভেঙ্গে বন্যায় এলজিইডির প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তা ভেঙ্গে গেছে,। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপদসহ ক্ষতিগ্রস্থ ভাঙ্গা রাস্তার পরিমাণ এ সংখ্যা প্রায় দ্বিগুন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনেক স্থানে রাস্তা বিধ্বস্ত হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যায় প্লাবিত হয়ে রাস্তা অনেকদিন পানির নিচে থাকায় পিচ ও খোয়া উঠে যায়। পানির ধাক্কায় অনেক জায়গায় রাস্তা ভেঙ্গে যায়। ব্রিজ, কালভার্টও ক্ষতিগ্রস্থ হয়। ফেনী সদর উপজেলার শর্শদী, ধর্মপুর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাঁগনভূঁঞা, সোনাগাজী উপজেলার বন্যায় নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় এলজিইডির প্রায় দেড় হাজার কিলোমিটারের ৮০/৯০টি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তা সংস্কার করতে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের দাবি, সরকারিভাবে রাস্তাঘাট, পুল, কালাভার্ট পুনঃসংস্কার করে জনসাধারণকে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ করে দেওয়া। গত ৩১ জুলাই ফুলগাজী উপজেলার পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম এসব সড়ক জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরাবর দরখাস্ত পাঠিয়েছে। এলজিইডির ফেনীর নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটোয়ারী জানায়, ২ দফা বন্যায় ফেনী জেলায় নিম্মাঞ্চল প্লাবিত হয়। সামনে আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষয়ক্ষতি আগামী ১ বছরের মধ্যে কাটিয়ে উঠা সম্ভব নয়। বন্যায় প্ররোক্ষ ও প্রত্যক্ষভাবে ফেনী জেলায় প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ ৮০-৯০টি সড়ক মেরামতের জন্য ৪৩ কোটি টাকা নির্ধারণ করেছে। রাস্তাগুলোর যেহেতু বিটুমিন দিয়ে করা হয়। সেকারণে বৃষ্টির মৌসুমে মেরামতকাজ করা সম্ভব হবেনা। তবে বরাদ্দ সাপেক্ষে অতি দ্রæত ভাঙ্গা রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করা হবে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলমের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সম্পর্কে জানতে চাইলে তিনি মুঠোফোনে কোন প্রকার তথ্য দিতে অপাগতা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ