Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে বেতুয়া-কালিয়ান সড়ক বন্যায় ডুবে যাওয়ায় স্বেচ্ছাশ্রমে ২২০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ছাত্রলীগের কিছু উদ্যমী কর্মী শাহ আলমের নেতৃত্বে বেতুয়া থলচালা বাজার পাকার মাথা থেকে কালিয়ান সীমানা পর্যন্ত ডুবে যাওয়া রাস্তার ওপর সাঁকোটি নির্মাণ করা হয়েছে। জানা গেছে, বেতুয়া থেকে-কািলয়ান গ্রােেমর সীমানা পর্যন্ত রাস্তাটি উচু থাকলেও এবারের বন্যায় রাস্তাটি ডুবে যাওয়ায় বেতুয়ার ৮নং ওয়ার্ড, কালিয়ান, দাড়িয়াপুর সহ কয়েকটি গ্রামের হাজার হাজার লোকজন এ সড়কে চলাচল করে। সড়কটি ডুবে যাওয়ায় অত্র এলাকার লোকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বেতুয়া উচ্চ বিদ্যালয়, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়ান দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও বেতুয়া হাট-বাজারের লোকজন চলাচলে বন্যায় কারনে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগের এই চিত্র দেখে বহেরাতৈল ইউনিয়নের ছাত্রলীগের কর্মীরা উদ্যোগ নেন সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণের। গত ২১আগস্ট সোমবার থেকে ২৩ আগস্ট বুধবার পর্যন্ত শাহ আলমের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাদের মহতী কাজ সম্পন্ন করেন। বহেরাতৈল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শাহ আলম জানায়, ছাত্রলীগের কিছু কর্মী নিয়ে আমি সাকো নির্মাণের কাজ শুরু করি,তারা নিজেরাই বাঁশ কেটে কাঁধে করে এনেছে,টাকা-পয়সা যা লেগেছে তা আমি ব্যক্তিগত ভাবেই দিয়েছি।এ কাজে কিছু বাঁশ দিয়ে স্থানীয় ক্লাব ‘বেতুয়া বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ এর সদস্য সোহাগ ও নাজমুল সাঁকোটি নির্মাণে সহযোগিতা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ