Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকারকে চরম মূল্য দিতে হবে : মওদুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, সরকার ও সরকারি দল উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বসেছে। তাদের এ অবস্থানে সমগ্র জাতি স্তম্ভিত। গতকাল (সোমবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রমাণ করেছে যে, তারা সত্যিকার অর্থেই বিচারবিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা ভয়-ভীতি ও শঙ্কা সৃষ্টি করে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আর তাই সরকার প্রধান থেকে শুরু করে সরকারি দলের মন্ত্রিপরিষদ এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। বিএনপি এই নেতা বলেন, স¤প্রতি ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার ও সরকারি দলের নেতাদের সুর কিছুটা নরম হয়েছে। তাই দলটির দায়িত্বশীল একজন নেতাকে স¤প্রতি বলতে দেখেছি, এই রায় নিয়ে ভেবে চিন্তে জেনে শুনে কথা বলবেন। প্রশ্ন জাগে তাহলে কী তারা (ক্ষমতাসীনরা) এতো দিন ষোড়শ সংশোধনী বাতিলের রায় না পড়েই কথা বলেছেন ? সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নির্লজ্জ ও অসৎ ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, খায়রুল হকের মতো একজন নির্লজ্জ ব্যক্তি প্রধান বিচারপতি ছিলেন ভাবতে লজ্জা লাগে। কারণ এই ব্যক্তিটি দেশের অনেক উজ্জ্বল ভবিষ্যত ধূলিসাৎ করে দিয়েছে। বন্যা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ এ অভিযোগ করে মওদুদ বলেন, বন্যাদুর্গত এলাকায় লাখ লাখ মানুষ অনাহারে, এক প্রকার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। কাজেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একদিনের জন্য ত্রাণ বিতরণে গেছেন যা মুখ দেখানো। ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওদুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ