Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের পক্ষেই লড়বেন স্টিভ ব্যানন

হোয়াইট হাউসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন ব্রেইটবার্ট সম্পাদক

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের মুখ্য কৌশল প্রণেতা স্টিভ ব্যানন অপসারণের শিকার হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন। অপসারণ ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যম বøুমবার্গকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে নয়, তার পক্ষেই লড়াই করবেন। সাক্ষাৎকার দেয়ার সময় তিনি উত্তেজিত ছিলেন বলে জানিয়েছেন বøুমবার্গের সাংবাদিক। উগ্র রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান-এর আনুানিক দায়িত্ব ছেড়ে ট্রাম্প প্রশাসনের মুখ্য কৌশল প্রণেতা হয়েছিলেন স্টিভ ব্যানন। তার অপসারণের পর হোয়াইট হাউসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন সেই ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের একজন সম্পাদক। আর ব্যানন বøুমবার্গকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার শত্রæদের বিরুদ্ধে লড়াই করছেন। ট্রাম্পের বিরুদ্ধে নয়, বরং মার্কিন প্রেসিডেন্টের শত্রæদের বিরুদ্ধে তার হয়ে লড়াই করবেন তার এক সময়ের ঘনিতম এই সহযোগী। বøুমবার্গ বিজনেস উইকের সাংবাদিক জসুয়া গ্রিনকে ব্যানন বলেন, আপনাদের মনে যদি কোনও সংশয় থেকে থাকে, সেটা পরিষ্কার করি। আমি হোয়াইট হাইস ছাড়ছি এবং ক্যাপিটাল হিল, সংবাদমাধ্যম এবং কর্পোরেট আমেরিকায় থাকা ট্রাম্পবিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছি। ব্যানন ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় ব্রাইটবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন। গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট। হোয়াইট হাউস এখন ডেমোক্র্যাটদের হয়ে গেল সাংবাদিক গ্রাব্রিয়েল শেরম্যানের কাছে ব্রেইটবার্টের এক সূত্র এমন মন্তব্য করেছে। অপর এক খবরে বলা হয়, উগ্র রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান-এর আনুষ্ঠানিক দায়িত্ব ছেড়ে ট্রাম্প প্রশাসনের মুখ্য কৌশল প্রণেতা হয়েছিলেন স্টিভ ব্যানন। তার অপসারণের পর হোয়াইট হাউসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন সেই ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের একজন সম্পাদক। বিতর্কিত মার্কিন ডানপন্থী পত্রিকা ব্রেইটবার্ট প্রচলিত বামপন্থী আদর্শ এবং মূল রক্ষণশীল ধারাকে অস্বীকার করে উগ্র ডানপন্থী মতবাদের পক্ষে মতাদর্শ সরবরাহ করে। জোয়েল পলক নামের ক্যালিফোর্নিয়ার সেই ব্রেইটবার্ট সম্পাদক বলেছেন, ব্যাননের অপসারণের পর তাদের নিউজ নেটওয়ার্ক এবার হোয়াইট হাউসের বিরুদ্ধে যুদ্ধে নামতে যাচ্ছে। তাকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ব্রেইটবার্ট সংশ্লিষ্টদের প্রায় সবার কণ্ঠেই এমন যুদ্ধের আকাক্সক্ষা প্রতিধ্বনিত হচ্ছে। ব্যানন ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেয়ার সময় ব্রাইটবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন। গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট। হোয়াইট হাউস এখন ডেমোক্র্যাটদের হয়ে গেল সাংবাদিক গ্রাব্রিয়েল শেরম্যানের কাছে ব্রেইটবার্টের এক সূত্র এমন মন্তব্য করেছে। বøুমবার্গ, দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ