Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসবিরোধী লড়াইয়ের স্বীকৃতি চায় পাকিস্তান

আর্থিক সাহায্যের প্রয়োজন নেই : জেনারেল বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের প্রতি ট্রাম্প প্রশাসনের অব্যাহত সমালোচনার মধ্যে মার্কিন সেনা কমান্ডারকে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, আর্থিক সাহায্যের প্রয়োজন নেই বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টার স্বীকৃতি চায় পাকিস্তান। গত শুক্রবার জিএইচকিউতে একটি সভায় সেন্টকম প্রধান জেনারেল জোসেফ এল ভ্যাটেলকে জেনারেল কামার বলেন, আর্থিক বা বস্তুগত সহায়তার চেয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমরা গত কয়েক দশক সময় ধরে যে অবদান রেখে আসছি তার স্বীকৃতি পেতে আগ্রহী। বিশেষ করে আমাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেটা মোকাবেলায় আমাদের নিরাপত্তা বাহিনী যেই আত্মত্যাগ করছে এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে তা আন্তর্জাতিক স¤প্রদায়ের উপলব্ধি করা উচিৎ। পাকিস্তানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন কংগ্রেসের আক্রমণাত্মক মনোভাব গ্রহণ এবং পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙ্গে দেয়ার যে চাপ দিচ্ছে স¤প্রতি তার পরিপ্রেক্ষিতেই জেনারেল কামারের বিবৃতিটি এলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট রেক্স টিলারসন স¤প্রতি কংগ্রেসে মার্কিন অর্থায়ন এবং পাকিস্তানে সহায়তা নিয়ে একটি ইন্টার-এজেন্সির তৈরি পর্যালোচনা রিপোর্ট উপস্থাপন করেন। এসময় পেন্টাগন প্রধান জিম ম্যাটিস অভিযোগ করেন- পাকিস্তান তালেবানের সহযোগিতামূলক হাক্কানি নেটওয়ার্কের মোকাবেলা করার জন্য যথেষ্ট কাজ করছে না এবং এই অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে পাকিস্তানের সামরিক সহায়তার জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে বরাদ্দকৃত ৫০ মিলিয়ন ডলার হস্তান্তর করা হবে না। তবে পেন্টাগনের মুখপাত্র স্টাম্প বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পূর্বে পাকিস্তানে সামরিক বাহিনীর যেসব আত্মত্যাগ হয়েছে তার তাৎপর্যকে কমিয়ে দেখা হবে না। তিনি বলেন, পরের বছর এই আর্থিক সহায়তা পেতে এখনো হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় আছে পাকিস্তানের জন্য। এক্সপ্রেস ট্রিবিউন।

 



 

Show all comments
  • Jc ২৪ আগস্ট, ২০১৭, ১০:৩৮ এএম says : 0
    Americans are always treacherous .they have betrayed all their allies in the past.i.e. Iran, Iraq,Qatar are burning examples.Very soon india will experience the same.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ