Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রদের দেশপ্রেমের শপথ নেয়ার ও মাদরাসায় দিবস পালনের ছবি তোলার নির্দেশ ভারতের

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দি গার্ডিয়ান : ট্রাফিক লাইটগুলোতে জাতীয় পতাকা উড়ছে, আলোক সজ্জিত করা হয়েছে পার্লামেন্ট ভবন , দিল্লীর স্মৃতিস্তম্ভগুলোতে স্থাপন করা হয়েছে মাংকি ট্র্যাপ। ভারত তার স্বাধীনতার ৭০ তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। গতকাল দেশের ইতিহাসের সর্ববৃহৎ বিমান প্রদর্শনীর প্রস্তুতি মহড়ায় জঙ্গি বিমানগুলো এ সপ্তাহান্তে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আকাশে নানা রঙ্রে ধোঁয়ার রেখা তৈরি করে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লীর লালকেল্লা থেকে ঐতিহ্যবাহী ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন। ভারতের প্রথম নেতা জওয়াহরলাল নেহরু এখানে ৭০ বছর আগে ১৯৪৭ সালের ১৫ আগস্ট মধ্যরাতে ইউনিয়ন জ্যাক নামানোর ঘটনা প্রত্যক্ষ করেন। মোদি সম্প্রতি তার বক্তব্যে স্বাধীনতা দিবসকে মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে চেয়েছেন। ১৯৪২ সালের একই দিনে মহাত্মা গান্ধী উপমহাদেশ থেকে ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করেন। তার পাঁচ বছর পর ব্রিটিশরা এ দেশ ছাড়ে।
মোদি বলেছেন, এ বছর স্বাধীনতা দিবস হবে অনুরূপ সংকল্প দিবস। দেশকে পরিবর্তন করার জন্য তিনি পাঁচ বছর কাজের সূচনা করেন।
পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী দেশের পার্লামেন্টে পতাকা উত্তোলন প্রত্যক্ষ করেন। এরপর সামরিক কুচকাওয়াজ ও ৩১ বার তোপধ্বনি করা হয়।
দু’দেশ যদিও একই সময়ে স্বাধীনতা লাভ করে পাকিস্তান ভারতের একদিন আগে স্বাধীনতা দিবস পালন করে। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহকে ১৪ আগস্ট স্বাধীনতার শপথ গ্রহণ করান। তারপর তিনি দিল্লী গিয়ে মধ্যরাতে শপথ গ্রহণ করান নেহরুকে।
ভারতব্যাপী সকাল ৮টায় স্কুলে পতাকা উত্তোলন করা হবে। স্কুল শিক্ষার্থীদের দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস এবং ধর্ম ও বর্ণ বৈষম্যসহ দুরবস্থা থেকে দেশকে মুক্ত করার শপথ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনা মোদির প্রচন্ড বিরোধী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গে বিরোধিতার সম্মুখীন হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী এ নির্দেশকে উপেক্ষা করতে বলেছেন। তিনি বলেন, জোর করে কারো মধ্যে দেশপ্রেমের অনুভূতি আনা যায় না।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে কট্টরপন্থী হিন্দু নেতা মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী মাদরাসাগুলোকে তাদের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান চিত্রায়ন করার নির্দেশ দেয়ার পর সমালোচনার সম্মুখীন হয়েছেন। বছর জুড়ে হিন্দু ও মুসলমানদের বড় রকম সহিংসতার ঘটনার মধ্যে ইসলামী নেতারা এটাকে তাদের দেশপ্রেম পরীক্ষার চেষ্টা বলে আখ্যায়িত করেছেন।
রাজ্যের মন্ত্রীরা এ নির্দেশকে নিছক প্রশাসনিক ব্যাপার বলে উল্লেখ করে বলেন, মুসলিম স্কুলগুলো যে জাতীয় ছুটির দিনগুলোতে অংশ নিচ্ছে তা প্রমাণের জন্যই এ ব্যবস্থা। সরকারী তহবিল পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ। দিল্লীর পর্যবেক্ষকরা এবারের স্বাধীনতা দিবস উদযাপনে সামরিক থিম লক্ষ্য করেছেন। দিল্লীর কিছু অভিজাত মার্কেটের বাইরে সৈন্যদের মূর্তি ও পোস্টার স্থাপন করতে ও লাগাতে দেখা গেছে। অন্যরা অব্যবহৃত সামরিক জিপকে পথ শিল্পীদের ক্যানভাসে রূপান্তরিত করেছে।
গত বছর পাকিস্তানের সাথে উত্তর সীমান্তে বার বার সামরিক অভিযানের ঘটনা ঘটেছে। অন্যদিকে দেশের পূর্বাঞ্চলে একটি বিতর্কিত ভূখন্ড নিয়ে শত শত ভারতীয় সৈন্য চীনা সৈন্যদের মুখোমুখি অবস্থানে রয়েছে।
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াঙের উপস্থিত থাকার কথ্ াযা দু’দেশের মধ্যে ঘনিষ্ঠতর অর্থনৈতিক ও আর্থিক সম্পর্কের ইঙ্গিত বহন করছে।
সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিশে^র নানাস্থানে বসবাসরত ভারত ও পাকিস্তানের প্রবাসীরা তাদের স্বাধীনতা দিবস উদযাপন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ