Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্দার আড়ালে থেকেও সবকিছু নিয়ন্ত্রণ করছেন মতিন

বগুড়ায় ধর্ষণ

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মিছিল ও মানববন্ধনের চেষ্টা ব্যর্থ
স্টাফ রিপোর্টার : চাঞ্চল্যসৃষ্টিকারী তরুণী ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামী তুফান সরকারের বড় ভাই যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত মতিন সরকারের পক্ষে জনমত গড়ে তুলতে মরিয়া হয়ে উঠছে একটি গোষ্ঠি ।
এরই অংশ হিসেবে গত কয়েকদিন বগুড়ার স্থানীয় পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পরিবহন সেক্টরের জনাকয় মাফিয়া পরিবহণ ধর্মঘটের হুমকির মাধ্যমে বগুড়া তথা উত্তরাঞ্চল অচল করে দেবার হুমকির পর গতকাল বুধবার তার বাড়ির আশে পাশে মানব বন্ধন কর্মসুচি পালনের চেষ্টা ব্যর্থ হয়েছে । পুলিশ সূত্র বলছে, সকালের দিকে পুলিশের কাছে খবর আসে, মতিনের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত নূরানী মোড় এলাকায় মতিনের সপক্ষে মানব বন্ধন কর্মসুচি পালনের আয়োজন চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানববন্ধন কর্মসুচি পালনের সব আয়োজন পÐ করে দেয়। সংশ্লিষ্ট চ্যানেলে খবর নিয়ে পুলিশ জানতে পারে, মতিন বাহিনীর প্রেশার ও হুমকিতেই স্থানীয় ব্যবসায়ী সমিতি তার পক্ষে বাধ্য হয়ে মানব বন্ধনের আয়োজনের চেষ্টা করে তবে পুলিশের উপস্থিতি ও তাদের বডি ল্যাঙ্গুয়েজে আয়োজকরা যখন বুঝতে পারে মানববন্ধনের চেষ্টা করলে‘‘ খবর ( পুলিশী অ্যকশান ) হয়ে যাবে , তখন তারা যে যার মত করে আস্তে আস্তে কেটে পড়ে ।
অন্য একটি সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাদ জুম্মা মতিন সরকারের চকসুতরাপুরের বাড়িতেও এলাকাবাসীর জন্য বিরাট ভোজ ও দোয়া মাহফিলের আযোজন করা হয়েছিল। ওই আয়োজনের পিছনের উদ্দেশ্য ও ছিল ভোজ দোয়া অনুষ্ঠানে লোক সংখ্যা বেশি হলে মতিনের পক্ষে মিছিল করা হবে। তবে সেদিনও লোক সমাগম আশানুরুপ না হওয়ায় মিছিলের পরিকল্পনা বানচাল হয়ে যায়।
এদিকে যে মামলায় মতিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল, আবার তা ’ দীর্ঘদিন ধরে গায়েবও ছিল সেই ওয়ারেন্ট নতুন করে ইস্যু করিয়ে পুলিশ তা’ নেওয়ার পর থেকেই পর্দার আড়ালে চলে গেছে মতিন সরকার। এরপর থেকেও পুলিশের ভাষায় তার যেমন মতিন সরকারকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তেমনি মতিন সরকারও পর্দার আড়ালে থেকেই গডফাদারের মতই আন্ডার ওয়ার্ল্ডের সবকিছুই নিয়ন্ত্রণ করছে । তার ব্যাংক একাউন্ট গুলোতেও স্বাভাবিক সময়ের মতোই লেনদেন হচ্ছে বলে তথ্য মিলেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ