Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আদালত প্রতিবেদক : রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে। গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে আসামি পক্ষের আইনজীবীরা সময় আবেদ করে। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম নতুন করে আগামী ১০ সেপ্টম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য্য করেন। সময়ের আবেদনে বলা হয়, এমামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হবে। তাই সময় দেওয়া হোক। শুনানী শেষে বিচারক সময় আবেদন মন্জুর করে নতুন দিন ধার্য করেন। এর আগে ২৪ জুলাই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়নি। 

এরআগে মামলার পাঁচ আসামি আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা আব্দুল হালিম ওরফে নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে কারাগার থেকে আদলতে হাজির করা হয়। শুনানীর সময় আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন।
মামলা সুত্রে জানাগেছে, প্রধান আসামি সাফাতের জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর একটি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে গত ৬ মে বনানী থানা পাঁচ আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। পরে আসামিদে গ্রেফতার করলে মামলার আসামি গাড়িচালক বিল্লাল ছাড়া বাকি চার আসামিই নিজেদের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারকের কাছে ঘটনার জবানবন্দি দেন। পরে ঘটনার তদন্ত করে ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে আসামিরা মামলার বাদী এবং তাঁর বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটক রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার পরে বাদী ও তাঁর বান্ধবীকে জোর করে রুমে নিয়ে যান আসামিরা। বাদীকে আসামি সাফাত আহমেদ ও বাদীর বান্ধবীকে আব্দুল হালিম ওরফে নাঈম আশরাফ ধর্ষণ করেন এবং বাকি তিনজন তাদের সহযোগিতা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ