পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিমকোর্টের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য (রিভিউ) আবেদনের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করেছে তার পরিবার। নওয়াজের এক পারিবারিক আইনজীবীর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন খবরটি নিশ্চিত করেছে। এক সপ্তাহের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে খাজা হারিস এ আবেদন করবেন বলে জানা গেছে। ওই আইনজীবী জানান, নওয়াজকে অযোগ্য ঘোষণা এবং তিনি ও তার সন্তানদের বিরুদ্ধে রেফারেন্স দায়ের করতে এনএবিকে নির্দেশনা দিয়ে সুপ্রিমকোর্ট যে রায় প্রদান করেছেন তার বিরুদ্ধে রিভিউ আবেদন করার সিদ্ধান্ত অনেকটা চূড়ান্ত। সুপ্রিমকোর্টের ১৯৮০ সালের বিধি অনুযায়ী রায়ের মূল কপি হাতে পাওয়ার পর ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যায়। নওয়াজের আইনজীবীরা বিশ্বাস করেন, সংবিধানের ৬২(১)(এফ) অনুচ্ছেদের আওতায় তাদের মক্কেলকে অযোগ্য ঘোষণা করা অযৌক্তিক। -এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।