Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা থেকে : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গুতুরা-আমবাড়ী সড়কের পলাশহাটি নামকস্থানে খালের উপর পাঁকা ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় ব্রিজটি জনগনের কোন উপকারেই আসছে না। বরং সংযোগ সড়কের অভাবে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন পাঁচটি গ্রামের সাধারণ মানুষ। এলাকাবাসী সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা, মনকান্দিয়া, পলাশহাটি, রামনাথপুর ও আমবাড়ী গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ পলাশহাটি নামক স্থানে খালের উপর একটি পাঁকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অবশেষে কলমাকান্দা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত পলাশহাটিতে একটি পাঁকা ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় এলাকাবাসী খুশি হয়েছিল যে, তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। কিন্তু ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও ব্রীজের দুই পাশে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজটি জনগনের কোন উপকারেই আসছে না। প্রতিদিন শত শত লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাকো দিয়ে চরম দুর্ভোগের মধ্যে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা জীবনের ঝুকি নিয়ে বাঁশের সাকো পারাপার হতে গিয়ে যে কোনো মুহূর্তে ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করেই পলাশহাটিতে পাঁকা ব্রিজ নির্মাণ করা হয়েছে। আশা করছি ব্রিজের দুই পাশে দ্রæত সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগের অবসান ঘটানো হবে। কলমাকান্দা উপজেলা নির্বাহী প্রকৌশলী হায়দার আলী মিয়া জানান, জুন মাসের আগেই ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় এবং আগাম বন্যার পানি এসে পড়ায় মাটির অভাবে সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। পানি চলে গেলেই দ্রæত সংযোগ সড়ক নির্মাণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ