মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস গৃহীত নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদ কেবল ট্রাম্প প্রশাসনের রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যকে অসম্ভব করে তুলছে। গত বুধবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক একটি অনিশ্চিত জায়গায় ঠেলে দিয়েছে। নিকট ভবিষ্যতে এ সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো জায়গা তারা রাখেনি বলে মন্তব্য করেছে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ। নতুন অবরোধ নিয়ে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক-বিষয়ক কমিটির চেয়ারম্যান কনস্ট্যান্টিন কোসাচিয়ভ বলেন, মার্কিন কংগ্রেসে রুশ-বিষয়ক ঐকমত্যের বিরোধিতার মাত্রা দীর্ঘসময়ের জন্য আলোচনাকে অসম্ভব করে তুলেছে; যার কারণে দুই দেশের সম্পর্কোন্নয়নের আশা ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ছে। তিনি আরো বলেন, এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার এমন প্রস্তুতি নেয়া উচিত, যা যুক্তরাষ্ট্রের জন্য বেদনাদায়ক হবে। বুধবার মার্কিন কংগ্রেসে ৪১৯-৩ ভোটে বিলটি পাস হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাক্ষাতের তিন সপ্তাহের কম সময়ে কংগ্রেসে গৃহীত এ বিলটি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো জোরদার করবে। চলতি মাসের শুরুতে জার্মানির হামবুর্গে জি২০ সম্মেলনকালে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দুই নেতা। বিলটি অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে। এ পদক্ষেপ ট্রাম্পের রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হ্রাসের একপক্ষীয় প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও ইউক্রেনের সঙ্গে বিবাদের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন। এদিকে ট্রাম্প এ বিল অনুমোদন করবেন কিনা, সে নিয়ে হোয়াইট হাউজে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দুই দেশের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এ অবরোধ অত্যন্ত দুঃখজনক বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন ও বাণিজ্যের দৃষ্টিতেও এটি অত্যন্ত হতাশাজনক। বিলটি আইনে পরিণত হলে রুশ প্রেসিডেন্ট এর প্রতিক্রিয়া কী হবে, সে সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। এদিকে ট্রাম্প এ আইনটি অনুমোদন করবেন বলে মন্তব্য করেছেন রুশ উচ্চকক্ষের সিনেটর অ্যালেক্সেই পুশকভ। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেস ও রুশবিরোধী উত্তেজনার হাতে বন্দি। এ অবরোধকে সংঘর্ষের নতুন মাত্রা বলে উল্লেখ করেছেন তিনি। বøুমবার্গ, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।