Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে : আল আকসা মসজিদের আযান বন্ধ ও নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে সিলেটের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর অমানবিক হামলা ও মসজিদের আকসা বন্ধ করে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যাবভাবে এ হামলা বন্ধ করতে হবে এবং মসজিদে আকসা খুলে দিতে হবে।
বুধবার বালাগঞ্জ বাজারে বালাগঞ্জ উপজেলা তালামীযের উদ্যোগে পূর্ব বাজার জামে মসজিদ থেকে ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সারা বাজার প্রদক্ষিন করে এম,এ, খান ওডিটরিয়ামের সামনে এসে সমাবেশ করে। প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ তৌরীছ আলী। বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, রাজনগর উপজেলা আল ইসলাহর সহসভাপতি, আব্দুর রব, হাফিজ ইমন আহমেদ, আতিকুর রহমান ও উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন ও সাংগঠনিক শিহাব আহমদ। ওসমানীনগরে গতকাল বুধবার ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। দুপুর ২টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশ নেয়। বিক্ষোভ পরবর্তী পথসভায় তালামীয ওসমানীনগর শাখার সভাপতি ছালেহ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল আমিন, সহসাধারণ সম্পাদক রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, হাজি পংকি মিয়া, ফয়ছল আহমদ, রাসেল আহমদ, হোসাইন আহমদ, মাহবুব খান, সামাদ আলী, তোফাজ্জল হোসেন, তুহিন আহমদ, শিবলু আহমদ খান, জুনায়েদ আহমদ, জাকির হোসেন, রাহেল আহমদ, মনিরুল ইসলাম, আব্দুল মজিদ, ফেরদৌস আহমদ, জোবায়ের আহমদ, নুরুল আমীন, তাম্বির হাসান প্রমূখ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে মুসলমানদের প্রথম কিবলাহ আল আকসা মসজিদে আযান বন্ধ ও নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ২টায় সিলেট শহরতলী সোনাতলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট সুনামগন্জ রোড তেমূখী পয়েন্টে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য মুহাঃ সুহায়ীল আহমদ তালুকদার, পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি মুহাঃ আব্দুল করিম।
বিশ্বনাথে বুধবার বাদ যোহর উপজেলা তালামীযের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের আলিয়া মাদরাসা প্রাঙ্গন থেকে বের হয়ে পধান সড়কগুলো পদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপরে পথসভায় মিলিত।
ফেঞ্চুগঞ্জে ফিলিস্তিনের আল আকসা মসজিদে আযান বন্দ ও মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বুধবার সকালে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ সরকারী (ডিগ্রি কলেজ শাখার আয়োজনে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় কলেজ তালামীযের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংঘঠনের সিলেট (পূর্ব) জেলা প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান সাদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট (পূর্ব) জেলা নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, মুহাম্মদ সাহিদ আলী, কলেজ শাখার সহ-সভাপতি এহসানুল করিম রাহি।
জকিগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ‘মুসলমানদের প্রথম কিবলাহ মসজিদ আল আকসায় আযান বন্ধ এবং মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ গতকাল বাদ জোহর জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা হতে বিক্ষোভ মিছিল বের হয়।
গোলাপগঞ্জ বুধবার বিকাল ২টায় গোলাপগঞ্জ সদর তালামীযের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে আওয়াজ ছিলো মসজিদে আকসায় হামলা কেনো, জাতিসংঘ জবাব চাই, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, মুসলমানদের উপর হামলা কেনো, জাতিসংঘ জবাব চাই, ইসরাইলী পন্য বর্জন করো করতে হবে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখা মিছিলটি শহরের প্রধান সড়ক পদক্ষীন করে এক পথসভায় মিলিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ