Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাকডোনাল্ড কেএফসি বার্গারকিংয়ের পানীয়তে মলের ব্যাকটেরিয়া

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের তিনটি বড় ফাস্ট ফুড চেইনের ঠাÐা পানীয়তে উষ্ণরক্তের প্রাণীর মলে থাকা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। গত বুধবার বিবিসি ওয়ানের এক অনুষ্ঠানে ম্যাকডোনাল্ড, কেএফসি ও বার্গার কিংয়ের বরফ পানীয়র মধ্যে কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। চেইনগুলোর ঠাÐা পানীয়র নমুনা পরীক্ষা করে বরফ এবং পানি উভয়ের মধ্যেই মলের কোলিফর্ম ব্যাকটেরিয়া পেয়েছে বিবিসি ওয়াচডগ। দেখা গেছে, ১০টি নমুনার মধ্যে কেএফসির ৭টিতে, বার্গার কিংয়ের ৬টিতে এবং ম্যাকডোনাল্ডসের তিনটি নমুনায় কোলিফর্ম উপস্থিত। এদের মধ্যে বার্গার কিংয়ের চারটি এবং কেএফসির পাঁচটিতে উল্লেখযোগ্য মাত্রার ব্যাকটেরিয়া পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম মেট্রো ইউকে জানিয়েছে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলোতে নিরাপদ খাদ্য সরবরাহের প্রতিশ্রæতি দেয়া কেএফসি, ম্যাকডোনাল্ডস ও বার্গার কিং। কেএফসি তাদের সব বরফ মেশিন বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মেট্রো ইউকে। আমরা স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলোর করা পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি, যেগুলোর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, বরফগুলোতে আমাদের প্রত্যাশিত মানদÐ বজায় আছে কি না। ভোক্তাদের নিশ্চিত করার জন্য বলছি, আমরা এরই মধ্যে যুক্তরাজ্যের অন্য রেস্টুরেন্টগুলোর বরফ মেশিনগুলোও পরীক্ষা করে দেখছি, পরিষ্কার করছি, বলেন কেএফসির এক প্রতিনিধি। ভোক্তা ও জনসাধারণের নিরাপত্তার চেয়ে কোনোকিছুই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নয় বলে ম্যাকডোনাল্ডসের এক মুখপাত্র সংবাদমাধ্যম সিএনবিসির কাছে দাবি করেছেন। আমরা আমাদের প্রস্তুতপ্রণালী ও প্রশিক্ষণ পর্যালোচনা করছি; রেস্টুরেন্টগুলোতে সবসময় যেন প্রস্তুতপ্রণালী অনুযায়ী কাজ হয় তা নিশ্চিত করতে আমরা কাজ করছি, বলেন তিনি। বার্গার কিং কর্তৃপক্ষও জানিয়েছে, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই তাদের অগ্রাধিকার। যুক্তরাজ্যের খাদ্য বা পানীয় সরবরাহ প্রতিষ্ঠানের বরফে কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়ার ঘটনা এবারই প্রথম নয় বলে জানিয়েছে ফক্স নিউজ। বিবিসি, বিজনেস ইনসাইডার, মেট্রো ইউকে, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাকডোনাল্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ