Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বড় ধরনের ছাঁটাইয়ের পথে ম্যাকডোনাল্ড’স

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১১:০৪ এএম

বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ড’স বছরের শুরুতেই বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের সাংগঠনিক কাঠামো নতুন করে সাজাতে চলেছে। সম্প্রতি ম্যাকডোনাল্ড’স প্রধান ক্রিস কেম্পজিনস্কিগ কর্মীদের এ নিয়ে সতর্ক করেছেন। -বিবিসি

কর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, আমরা একই ধরনের সমস্যা বারবার সমাধানের চেষ্টা করছি। তবে সবসময় আইডিয়াগুলো শেয়ার করা যায় না।তিনি বলেন, আসলে এপ্রিল মাসের মধ্যে করপোরেট কর্মীদের চাকরির বিষয়টি পুন:বিবেচনা করা হবে। যদিও এ ধরনের আলোচনা তার কাছে বেশ কঠিনই।

ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী চলতি বছর কয়েকটি প্রজেক্ট বন্ধ করার পরিকল্পনা জানিয়ে বলেন, এর ফলে আমাদের বৈশ্বিকভাবে অনেক খরচ কমবে। যা প্রতিষ্ঠানটিকে দ্রুতগতিতে চলতে সাহায্য করবে। তবে কোন কোন প্রজেক্ট বন্ধ হচ্ছে, এবং কেমন ছাঁটাই হতে পারে এ সংক্রান্ত পরিষ্কার কোনো তথ্যই দেয়নি প্রতিষ্ঠানটি। উল্লেখ্য ম্যাকডোনাল্ডসের অধীনে প্রায় ২ লাখ কর্মী কর্মরত রয়েছে। যার ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাকডোনাল্ড’স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ