Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলাপদক প্রদান

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: জাতির প্রতিটি সংগ্রাম, আন্দোলন ও অর্জনে এদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা তাঁদের নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের সকল শাখার মাধ্যমে অপরিসীম অবদান রেখেছেন। হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের লালন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে এখনও কাজ করে চলেছেন আমাদের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। বাংলাদেশকে ভালবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে আমাদের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছেন। তাঁদের অবদানকে সম্মান জানাতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু করা হয়েছে ‘শিল্পকলা পদক’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে। এটি একটি জাতীয় কার্যক্রম। দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজন এবং তাঁদের কর্মকে চিহ্নিত করে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘শিল্পকলা পদক’ প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়ে থাকে। নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, একাডেমির সচিব, একাডেমির ৬ জন পরিচালক, ৭ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১ জন প্রতিনিধি (যুগ্ম- সচিব পদমর্যাদার নীচে নয়) সমন্বয়ে সর্বমোট ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদক প্রদানের ক্ষেত্রে এবং পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্মর্ণপদক, ১ লক্ষ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়। পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১০ টি: কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি। তবে প্রতি বছর সকল ক্ষেত্রে পদক প্রদান করা হয় না। তালিকাভুক্ত ১০ টি ক্ষেত্র হতে নির্বাচিত ৭ টি ক্ষেত্রে প্রতি বছর ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়। মহামান্য প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিগত সময়ে শিল্পকলা পদক প্রদান করেছেন। বিগত বছরের ধারাবাহিকতায় গতকাল বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭টি বিষয়Ñযন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও কণ্ঠ সঙ্গীতে ৭ জন গুণীশিল্পীর হাতে পদক তুলে দেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ২০১৬ সালে যারা পদক পান তারা হচ্ছেন, যন্ত্রসঙ্গীতে পবিত্র মোহন দে, নৃত্যকলায় মো. গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চারুকলায় কালিদাস কর্মকার, লোকসংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান, নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ এবং কণ্ঠসঙ্গীতে মিতা হক। ২০১৫ সালের পদকপ্রাপ্তরা হলেন আবৃত্তিতে নিখিল সেন, নাট্যকলায় কাজী বোরহান উদ্দীন, কণ্ঠসঙ্গীতে মিহির কুমার নন্দী, যন্ত্রসঙ্গীতে সুজেয় শ্যাম, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, চারুকলায় সৈয়দ আবুল র্বাক আল্ভী, নৃত্যকলায় সালেহা চৌধুরী। ২০১৪ সালের জন্য পদকপ্রাপ্তরা হলেন নৃত্যকলায় ওস্তাদ বজলুর রহমান বাদল, কণ্ঠসঙ্গীতে পÐিত অমরেশ রায় চৌধুরী, যন্ত্রসঙ্গীতে পÐিত মদন গোপাল দাস, চারুকলায় সৈয়দ আব্দুল্লাহ ্খালিদ, আবৃত্তিতে আশরাফুল আলম, নাট্যকলায় লাকী ইনাম, ফটোগ্রাফিতেড. শহিদুল আলম। ২০১৩ সালের জন্য পদকপ্রাপ্তরা হলেন নৃত্যকলা আমানুল হক, যন্ত্র সংগীত ওস্তাদ মতিউল হক খান, নাট্যকলায় খালেদ খান, কণ্ঠসঙ্গীতে ফাহ্মিদা খাতুন, চলচ্চিত্রে মানজারে হাসীন মুরাদ, লোকসংস্কৃতিতে সাইদুর রহমান বয়াতী, চারুকলায় সমরজিৎ রায় চৌধুরী।
ছবিঃ গোলাম মোস্তফা খান, গোলাম মোস্তফা, খালিদ কর্মকার, মিতা হক, পবিত্র মোহন দে, সিরাজুদ্দিন খান পাঠান, সৈয়দ জামিল আহমেদ। (ছবির নিচে নামগুলো দিয়ে দিতে হবে)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ