Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ সহস্রাধিক হজ ভিসা বিতরণ : সউদী আরবে হজযাত্রী গ্রহণে প্রস্তুত

সউদী দূতাবাসে দিনে দিনে হজ ভিসা ইস্যু হচ্ছে

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ চলতি বছর হজযাত্রীদের ভিসা ইস্যুতে দ্রুত সেবা দিচ্ছে। দূতাবাসে সকালে হজযাত্রীদের পাসপোর্ট জমা দিলে বিকেলেই তা’ সরবরাহ করা হচ্ছে। রাজকীয় সউদী দূতাবাসের রাষ্ট্রদূত হজ ভিসা ইস্যু কার্যক্রম সরাসরি তদারকি করছেন। দূতাবাসের ভিসা সেকশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা হজ ভিসা ইস্যুতে অত্যান্ত সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন। গত দু’দিনে সরকারী ও বেসরকারী হজযাত্রীদের ৪ হাজার ২০টি হজ ভিসা সরবরাহ করা হয়েছে। গতকাল আশকোণাস্থ হজ অফিসের পরিচালক হজ মো: সাইফুল ইসলাম এতথ্য জানিয়েছেন। আগামী ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজী ক্যাম্পে হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ২৪ জুলাই সকাল ৮টায় বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। বাংলাদেশী হজযাত্রীদের স্বাগত জানাতে জেদ্দা ও মক্কায় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মক্কা থেকে গতকাল কনসাল হজ মাকসুদুর রহমান ইনকিলাবকে এতথ্য জানিয়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮জন হজযাত্রী সউদী আরবে যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদীয়া এরাবিয়ান এয়ারলাইন্স সমান সমান হজযাত্রী পরিবহন করবে। গতকাল মক্কা, মদিনা ও জেদ্দায় নিযুক্ত মৌসুমী হজ অফিসারগণ সউদীর উদ্দেশ্যে ঢাকাত্যাগ করেছেন। ধর্ম মন্ত্রণালয় চলতি বছর হজযাত্রীদের সউদী আরবে চিকিৎসা সেবা নিশ্চিতকরণে দু’দিন আগে সরকারী ওষুধ জেদ্দায় প্রেরণ করেছে। মক্কাস্থ হজ মিশনের কনসাল মাকসুদুর রহমান জানিয়েছেন, সরকারী ডাক্তার ও নার্সরা আগামী ২৩ জুলাই সউদী আরবে পৌছবে।
বেসরকারী হজ এজেন্সি এয়ার কিং ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৬৩) গতকাল ২শ’ ৮৫টি হজ ভিসা পেয়েছে। এয়ার কিং ট্রাভেলসের ম্যানেজার সালাহ উদ্দিন জানান, সউদী দূতাবাস কর্তৃপক্ষ অত্যান্ত আন্তরিকতার সাথে আল্লাহর মেহমান হজযাত্রীদের ভিসা ইস্যু করছেন। এয়ার কিং-এর ১শ’৩জন হজযাত্রী বিমানের প্রথম হজ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করার কথা। বাকিরা রাতের হজ ফ্লাইটে সউদী যাবে। এডভ্যান্স ট্রাভেলস (৫৫১) ১শ’৯৫টি হজ ভিসা পেয়েছে। আরো যেসব হজ এজেন্সি ভিসা পেয়েছে তা’ হচ্ছে, খন্দকার ব্রাদার্স (৮৮৭) ১শ’ ৫৭টি, এয়ার টার্চ (০২) ২শ’টি, এহসান এয়ার ট্রাভেলস (২৯৭) ২শ’ ৬০টি, বারিধারা ওভারসীজ (৩৭) ২শ’ ৬০টি, যমুনা এয়ার (৮৪৯) ২শ’২৮টি, ভেবিলন এক্সপ্রেস (১৪৬৮) ২শ’ ১৫টি ও আল এহসান (১২৯৮) ২শ’ ১টি। আজ বুধবার আরো ১৫শতাধিক পাসপোর্ট দূতাবাসে জমা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ