Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষণ অব্যাহত পাহাড় ধসের সতর্কতা

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : বর্ষার নিয়ামক বা ফ্যাক্টর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুমালা আন্দামান সাগর থেকে উত্তর বঙ্গোপসাগর হয়ে এবছর বেশ আগাম আগমন ঘটে গত জুন মাসের শুরুতেই। সক্রিয়ও হয় যথেষ্ট আগেভাগেই। এ প্রসঙ্গে সাদার্ন ইউনিভার্সিটির প্রো-ভিসি আইইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম আলী আশরাফ গতকাল (মঙ্গলবার) ইনকিলাবকে জানান, আমাদের দেশের ষড়ঋতুর বৈচিত্র্য ও বৈশিষ্ট্যগুলো বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ধারায় তা ঘটছে। এবার মৌসুমি বায়ু বেশ আগেই এসে সক্রিয় হয়েছে। আগাম বর্ষার বর্ষণও হচ্ছে।
মৌসুমি বায়ু এখন সারাদেশে সক্রিয় এবং ক্রমেই আরো জোরদার হওয়ার অপেক্ষায়। এ অবস্থায় দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় খেপুপাড়ায় ১৩৫ মিলিমিটার। এ সময় ঢাকায় ৪৪ মিমি, চট্টগ্রামে ১৯ মিমি, ময়মনসিংহে ১৩ মিমি, রাজশাহীতে ৬ মিমি, রংপুরে ৮ মিমি, খুলনা ও বরিশালে ১০ মিমি করে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ২৯ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া বিভাগ আরো জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বা বলয় ভারতের অনেক অঞ্চল হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বে আসাম অবধি বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে।
আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। পরবর্র্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এর পরের ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম,রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভ‚মিধসের আশঙ্কা রয়েছে। তবে সমুদ্র বন্দরগুলোতে কোন সতর্ক সঙ্কেত আপাতত



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষণ

৫ জুলাই, ২০২১
৩ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ