পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : গুলশান ও শোলাকিয়ায় হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ধানমন্ডির সীমান্ত স্কয়ারের সামনে নাশকতা প্রস্তুতির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে গতকাল সোমবার ঢাকার আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মহানগর হাকিম আব্দল্লাহ আল মাসুদ ৬দিন হেফাজতের আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় রাজীব গান্ধীর নাম এজাহারে নেই। তাকে হলি আর্টিজান মামলায় গ্রেফতার করে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ১ নভেম্বর ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠের দক্ষিণ পাশে রাজীব গান্ধীসহ কয়েকজন জঙ্গি বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন। তখন দুজনকে ধরা হলেও বাকি জঙ্গিরা পালিয়ে গিয়েছিলেন। এই ঘটনায় ২ নভেম্বর ধানমন্ডি থানার এসআই মোদাসসের কায়সার বাদী হয়ে একটি মামলা করেন। শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গাইবান্ধার গোবিন্দগঞ্জের পশ্চিম রাঘবপুর গ্রামের ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীকে গত ১৪ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে হলি আর্টিজেনের মামলাসহ জঙ্গি হামলার বিভিন্ন মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ভাষ্য, এই জাহাঙ্গীর উত্তরাঞ্চলে সব কটি জঙ্গি হামলায় নেতৃত্বদাতা। তিনি রাজীব গান্ধী ছাড়াও সুভাস, শান্ত, টাইগার, আদিল, জাহিদসহ বিভিন্ন ছদ্ম নাম নিয়ে জঙ্গি কর্মকান্ড চালিয়ে আসছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।