Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেভিতোভার বেদনাদায়ক বিদায়

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উইম্বলডন চ্যাম্পিয়ন্সশিপে জয়ের ধারা অক্ষুন্য রেখে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল। জয় পেয়েছেন ভেনাস উইলয়ামস, কেই নিশিকোরি ও জনাথন কোন্তেও। তবে শেষ ৩২তে পা রাখতে রিতিমত ঘাম ঝরাতে হয়েছে এই তিন তারকাকে। জয়ের ধারায় আছেন এবারের উম্বলডনে ‘নিউ মম’ খ্যাত ভিক্টোরিয়া আজারেঙ্কাও।
তবে শেষ রক্ষে হয়নি পেত্রা কেভিতোভার। পরশু আসরের দুইবারের চ্যাম্পিয়ন কেভিতোভা বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেংলের কাছে ৬-৩ ১-৬ ৬-২ গেমে হেরে। ম্যাচ শেষে চেক ১১ নম্বর বাছাই বলেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এবং অসুস্থ বোধ করছিলাম।’ ম্যাচ চলাকালীন সময়ে ডাক্তারি সেবাও নিতে হয় কেভিতোভাকে। তিনি বলেন, ‘নিজেকে শূন্য মনে হচ্ছে। শরীরটা ভালো নেই, মানসিকভাবেও তাই এটা কঠিন ছিল।’
এই পর্বেও প্রতিপক্ষকে পাত্তা দেননি আসরের বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা মারে। জার্মানির জাস্টিন ব্রাউনকে তিনি হারান ৬-৩ ৬-২ ৬-২ গেমে। এবার তাকে লড়তে হবে ‘কালারফুল’ খ্যাত ইতালিয়ান ২৮ নম্বর বাছাই ফাবিও ফগনিনির বিপক্ষে।
সরাসরি সেটের জয় পেয়েছেন চার নম্বর বাছাই রাফায়েল নাদালও। রেকর্ড দশ নম্বর ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ইংল্যান্ড অভিযানে নামা এই স্প্যানিশ তারকা এদিন আরেক বাঁ-হাতি ডোনাল্ড ইয়াংকে হারান ৬-৪ ৬-২ ৭-৫ গেমে। এখন পর্যন্ত কোন সেট না হারায় খুশি নাদাল। পরের রাউন্ডে প্রতিপক্ষ রাশিয়ান ৩০ নম্বর বাছাই কারেন খাচানভ।
গতকাল তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দুই নম্বর বাছই জোকোভিচ। আসরের তিনবারের চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের অখ্যত ২২ বছর বয়সী তরুণ ও ১৩৬ নম্বর বাছাই অ্যাডাম পাভলস্কিকে হারান সরাসরি ৬-২ ৬-২ ৬-১ গেমে। এজন্য সাবেক এক নম্বর সময় নেন মাত্র ৯০ মিনিট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ