নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অঘটন দিয়ে শুরু হয়েছে এবারের ফ্রেঞ্চ ওপেন। রাউন্ড অব ১২৮ থেকেই বিদায় নিয়েছেন উইম্বলডন জয়ী এঞ্জেলিক কেরবার। এবার ইনজুরির কারণে আসর থেকে নাম প্রত্যাহার করে নিলেন দুইবারের উইম্বলডনজয়ী নারী এককের আরেক তারকা পেত্রা কেভিতোভা।
চেক ছয় নম্বর বাছাই কেভিতোভার প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ছিল ৮৪ নম্বর বাছাই সোরানা সিরেসতেয়া। ২০১৯ সালে স্টুটগার্ট ও সিডনিতে ডব্লিউটিএ শিরোপা জয়ী কেভিতোভা রোঁলা গ্যারোয় খেলতে না পেরে হতাশা ব্যক্ত করেন, ‘আমি সত্যিই দুঃখিত এবছর এখানে খেলতে না পেরে।’ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলা এই তারকার মতে, ‘সিদ্ধান্তটা নেয়া কঠিন ছিল।’
২৯ বছর বয়সী বলেন, ‘আমার বাঁ হাতে গত কয়েক সপ্তাহ ধরে ব্যথা রয়েছে। গত রাতে এমআরআই করে দেখা গেছে এটা দ্বিতীয় গ্রেডের ইনজুরি।’ তবে ১ জুলাই থেকে অল-ইংলিশ ক্লাবে শুরু হতে যাওয়া উইম্বলডনে খেলার আশা করছেন বাঁ-হাতি কেভিতোভা, ‘তারা (ডাক্তার) বলেছে এখন থেকে দুই থেকে তিন সপ্তাহ বন্ধ রাখতে হবে, এবং সেটা অবশ্যই টেনিস না খেলার কথাই বলা হচ্ছে, কারণ এটা (ইনজুরি) আমার বাঁ হাতে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।