Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রয়োজনে উত্তর কোরিয়ায় সামরিক পদক্ষেপের হুমকি

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, উত্তর কোরিয়ার তাদের কার্যকলাপে কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিচ্ছে। তবে নিজের ভূখÐ ও মিত্রদের রক্ষা করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে মারাত্মক সামরিক স্খলন হিসেবে চিহ্নিত করেন নিকি হ্যালি। দেশটিতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করারও হুমকি দেন তিনি। বলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন করেছে। খবরে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এই হুমকি দিয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদে তার দেশ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে একটি নতুন প্রস্তাব উত্থাপন করবে। উত্তর কোরিয়ার সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে মারাত্মক সামরিক উস্কানি উল্লেখ করে হ্যালি বলেন, দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা কঠোর করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হবে। গত মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পরে দেশটির পক্ষ থেকে জানানো হয়, তারা সাফল্যের সঙ্গে এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এবারই প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে উত্তর কোরিয়া সংকটের কূটনৈতিক সমাধানের পথ হঠাৎ করে রুদ্ধ হয়ে গেল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রয়োজন

১৩ অক্টোবর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ