বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশে আইটি সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম। গতকাল (বুধবার) চট্টগ্রাম চেম্বারে মতবিনিময়কালে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া এ আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অর্থনৈতিক সাফল্য ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির ফলে বিপুল ভিয়েতনামী বিনিয়োগকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের পরিকল্পনা করছে। নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জামাল আহমেদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এস এম রহমান, চট্টগ্রাম চেম্বার পরিচালকবৃন্দ এ কে এম আক্তার হোসেন, মোঃ রকিবুর রহমান (টুটুল), অঞ্জন শেখর দাশ, মোঃ জাহেদুল হক, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, দূতাবাসের থার্ড সেক্রেটারী ত্রান ব্য সন প্রমুখ। এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিনী ফাম থাই মিন দিপ ও কনস্যুলার সেকশনের এ্যাটাচে চার্জ লা মাই ফুং উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।