পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : কবর থেকে উদ্ধার হল জীবন্ত সদ্যোজাত শিশু! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। গত সোমবার বারওয়ানি জেলার ঘুস গ্রামে কবরস্থানের পাশে খেলা করছিল কয়েক বালক। এমন সময়ে তারা একটি শিশুর কান্না শুনতে পায়। সঙ্গে সঙ্গে তারা গ্রামে গিয়ে খবর দেয়।
গ্রামের বাসিন্দা ৩২ বছরের শের সিংহ জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন মাটির নীচ থেকে এক শিশুর কান্নার আওয়াজ আসছে। শের সিংহের দাবি, তিনি স্ত্রী-র সঙ্গে মিলে একটি জায়গার মাটি সরিয়ে জীবন্ত অবস্থায় ওই সদ্যোজাত শিশুপুত্রকে উদ্ধার করেন। শের সিংহ বলেন, মাটির মাত্র এক ফুট নীচে কবর দেওয়া হয়েছিল শিশুটিকে। উদ্ধারের পর খবর দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। পরে, শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার টিএস বাঘেল জানান, শিশুটির বাবা-মার খোঁজ করা হচ্ছে।
এদিকে, শিশুটিকে দত্তক নিতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন শের সিংহ ও তার ২৮ বছরের স্ত্রী সুনীতা। জেলা হাসপাতালের শিশু-বিশেষজ্ঞ রূপসিংহ ভাড়ালে জানান, দেখে মনে হচ্ছে, শিশুটির বয়স ১০ দিন। তিনি বলেন, শিশুর গায়ে পোকার কামড়ের দাগ রয়েছে। এছাড়া, ঠান্ডা-জ্বরে আক্রান্ত ছোট্ট প্রাণ। তবে, বিপদের কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।