Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক আকবর দ্য কিং

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

মমর রুবেলের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় সম্প্রতি নগরীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘আকবর দ্য কিং’। ডেডলাইন স্টুডিওস লি. এবং ক্রাউন ক্রিয়েশনস-এর যৌথ প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা চাষী আলম, মুকিত জাকারিয়া, মুসাফির বাচ্চু, নুসরাত জান্নাত রুহী, পাভেল, শেলী আহসান, সিনি স্নিগ্ধা, এমএন রাজু, নাঈমা আলম মাহা, পাপ্পু, আনোয়ার, মৌরিতা জুঁই, পাপড়ি পায়েল, রানা মল্লিক, জুয়েল প্রমুখ। পরিচালক সজীব মাহমুদ বলেন, এই সময়ে দর্শকদের ভিন্ন একটি গল্পের ধারাবাহিক নির্মাণ করার চেষ্টা করেছি। প্রায় ছয় মাস ধরে পরিকল্পনার পর আমরা ধারাবাহিকটির শুটিংয়ে যাই। এ সময়ের কাজগুলোর চেয়ে একটু আলাদা সাবজেক্ট নিয়ে ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। কিছু সিরিয়াস বার্তা হাস্যরসাত্মকভাবে এর গল্পে তুলে ধরা হয়েছে। পরিচালক জানান, এ মাসেই ধারাবাহিকটি একটি বেসরকারী টেলিভিশনে সম্প্রচারের পর ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক আকবর দ্য কিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ