পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : নিষেধাজ্ঞা প্রত্যাহারে সউদী আরব ও অন্য তিন আরব দেশের জোটের দেওয়া শর্তের আনুষ্ঠানিক জবাব দিয়েছে কাতার। মধ্যস্থতাকারী দেশ কুয়েতের কাছে এ জবাব দেয়া হয়েছে কাতারের পক্ষ থেকে।
গতকাল সোমবার ভোরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি কুয়েতে যান এবং কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ’র কাছে তাদের প্রতিক্রিয়া জানিয়ে বার্তা দেন। এ খবর দিয়েছে কুয়েতের রাষ্ট্রায়াত্ত¡ সংবাদ মাধ্যম কেইউএন।
তবে কাতার কী জবাব দিয়েছে সে সম্পর্কে কেইউএনএর প্রতিবেদন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। যদিও শনিবার আল থানি জানিয়েছিলেন, কাতার সউদী জোটের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে এবং যুক্তিযুক্ত শর্ত নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে।
এর আগে সন্ত্রাসবাদের মদদদাতা অভিযোগ তুলে গত ৫ জুন সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইয়েমেন ও বাহরাইন প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কাতার ওই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র : ডেইলি মেইল। (এ সংক্রান্ত আগের খবর পৃষ্ঠা ৬)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।