Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে গো-রক্ষার নামে মুসলিম হত্যা বন্ধ করতে হবে- ইসলামী আন্দোলন

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ভারতে গো-রক্ষার নামে নির্বিচারে মুসলমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম হত্যা বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নেতৃদ্বয় বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত উদারতার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতের উগ্র সা¤প্রদায়িক লোক গো-রক্ষার নামে অজুহাত সৃষ্টি করে নিরীহ নিরপরাধ মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। বেদনাদায়ক এ দৃশ্য সভ্য দুনিয়া নিরবে পর্যবেক্ষণ করছে। ভারত সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরনের উগ্র সা¤প্রদায়িক নির্মম হত্যাকান্ড বন্ধের কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
নেতৃদ্বয় আরো বলেন, ভারতের মুসলিম স¤প্রদায়সহ সব ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান করার দায়িত্ব ভারত সরকারের। বিবেকবান বিশ্ব আশা করে জনগণের জানমাল ও ইজ্জত রক্ষার ক্ষেত্রে ভারত সরকার অবহেলা প্রদর্শন না করে তাদের উপর অর্পিত সাংবিধানিক মানবিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এ বিষয়ে ভারত সরকার ও শান্তিকামী বিশ্বকে দ্রুত কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা আন্তরিকভাবে আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ