মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিবেদন প্রত্যাখ্যান
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ইদলিব প্রদেশে গত ৪ এপ্রিল চালানো রাসায়নিক হামলা সম্পর্কে জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা- ওপিসিডাবিøউ যে প্রতিবেদন প্রকাশ করেছে তার কঠোর নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সন্ত্রাসীদের দেয়া তথ্যের ভিত্তিতে এই মিথ্যা প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়া বিষয়ক প্রতিবেদন তৈরির সময় ওপিসিডাবিøউ পক্ষপাতদুষ্ট ও ত্রæটিপূর্ণ তথ্য এড়িয়ে গেলে ভালো করত। বিবৃতিতে বলা হয়, গত ৪ এপ্রিল ইদলিবের খান শেইখুনে চালানো হামলা সম্পর্কে ওপিসিডাবিøউ যে প্রতিবেদন তৈরি করেছে তা অসুস্থ মস্তিষ্ক থেকে উৎসারিত। আল-জাজিরা।
স্মার্টফোনই নেই
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের জন্য ডিজিটাল ভবিষ্যত গড়তে সাহায্যের প্রতিশ্রæতি দেওয়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কারের নিজের কোনো স্মার্টফোন নেই! এস্তোনিয়ায় ইইউ প্রেসিডেন্সি অব ডিজিটাল-সাভির উদ্বোধনী অনুষ্ঠানে জাঙ্কারের সরল স্বীকারোক্তি, আমার বলা উচিত না, কিন্তু আমাকে বলতেই হবেÑ আমার এখনও কোনো স্মার্টফোন নেই। রয়টার্স।
আত্মঘাতী বোমা
ইনকিলাব ডেস্ক : দামেস্কের পূর্বাঞ্চলীয় এলাকায় রোববার আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল রোববার সকালে তিনটি আত্মগাতী গাড়ি বোমা হামলাকারীকে বাধা দেয়। এ সময় দুটি গাড়িটি নগরীর প্রবেশ পথে বিস্ফোরিত হয়। তৃতীয় আত্মঘাতী হামলাকারী দামেস্কে প্রবেশে সক্ষম হয় এবং বিস্ফোরণ ঘটায়। রয়টার্স।
ভেনিজুয়েলায় নিহত ৪
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার বারকুইসিমেতো নগরীতে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছে। গত শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। তারা আরো জানান, তিন মাসে সরকার বিরোধী বিক্ষোভে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। তবে শুক্রবার রাতের সর্বশেষ রক্তক্ষয়ী এই ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এএফপি।
রাশিয়ায় নিহত ১০
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার ভলগা এলাকার জাইনস্ক নগরীর কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কামাজ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। রোববার স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র একথা জানিয়েছেন। ওই মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছে। ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাদের একটি দল কাজ করছে। এর আগে আঞ্চলিক উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঘটনায় সাত জন নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।