Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সঙ্কট নিরসনে কেউই ছাড় দিতে নারাজ

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারের সঙ্গে সউদী আরবসহ আটটি মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কারণে সৃষ্ট চলমান সংকট যত দিন যাচ্ছে ততই আরো জটিল হচ্ছে। কাতারের পক্ষ থেকে আলোচনায় বসার আগ্রহ দেখানো হলেও উভয় পক্ষই নিজ অবস্থান থেকে সামান্যতম ছাড় দিতে নারাজ। চলমান সংকট নিরসনে দোহাকে ১৩টি শর্তের তালিকা পাঠিয়েছে সউদী জোট। তবে কাতারের পক্ষ থেকে এসব শর্ত প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যদিকে সউদী আরব বলছে, শর্ত পালনের বিষয়ে তারা আলোচনায় বসবে না। তাই সহসা সংকট নিরসনের উপায় দেখছেন না সংশ্লিষ্টরা। সন্ত্রাসবাদে অর্থায়ন, আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেনসহ আটটি মুসলিম দেশ ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদ করে। তবে এসব অভিযোগ অস্বীকার করে দোহার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হয়। বিপরীতে চলমান সংকট নিরসনে ২২ জুন দোহাকে ১৩টি শর্তের তালিকা পাঠায় সউদী আরব, আরব আমিরাত, মিসর ও বাহরাইন। এর মধ্যে প্রধান তিনটি শর্ত হলোÑ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধ, কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস করা। গত শনিবার ইতালির রাজধানী রোমে এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, সউদী জোটের এসব শর্ত কোনোভাবেই মেনে নেয়া সম্ভব নয়। এটা কাতারের সার্বভৌমত্বের বিরোধী। অবরোধ আরোপকারী দেশগুলো আন্তর্জাতিক আইন ও রীতি ভঙ্গ করেছে। একইদিন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের টুইটার বার্তায় বলেন, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে কাতারের ওপর যে শর্ত আরোপ করা হয়েছে তা অবশ্যই দেশটিকে মেনে চলতে হবে। এ বিষয়ে সউদী প্রশাসন কিংবা মিত্র দেশগুলো কোনো রকম আলোচনায় বসবে না। দোহাকে ছাড় দেবে না। শর্ত পালনে সউদী জোটের বেধে দেয়া ১০ দিনের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এদিকে অবরোধের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করতে সুইজারল্যান্ডভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান লালিভের সঙ্গে চুক্তি করেছে কাতারের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি (এনএইচআরসি)। তবে দোহা বরাবরই আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তা চেয়েছে দেশটি। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফর করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেছেন। উপসাগরীয় সংকট নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল-থানি এবং বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইশা আল-খলিফার সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সংকট নিরসনে আলোচনায় বসার আহŸান জানিয়েছেন। ইতিমধ্যে মধ্যস্ততা করার আহŸান জানিয়েছে কুয়েত, তুরস্ক, পাকিস্তান, মরক্কো, ইরান, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এখন শর্ত পালনের সময়সীমা শেষে হলে তবেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আল-জাজিরা।



 

Show all comments
  • ইব্রাহীম খলিল হৃদয় ৩ জুলাই, ২০১৭, ১:৩১ পিএম says : 0
    মধ্যেখানে আমাদের মতো প্রবাসিদের কষ্ট
    Total Reply(0) Reply
  • ৩ জুলাই, ২০১৭, ৮:৫৫ পিএম says : 0
    সৌদির ............ বাদশাই ঝামেলা তৈরি করছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্কট

৪ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ জানুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
২০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ