পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ভারতের বিভিন্ন রাজ্যে গো-রক্ষার নামে হিন্দু উগ্রবাদীদের দ্বারা ধারাবাহিকভাবে মুসলিমদের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভারতের পশুবাদী সন্ত্রাসীদের আক্রমনে মুসলমানরা আজ চরম নির্যাতনের শিকার। গরুর গোস্ত ভক্ষন বা বহন করার সন্দেহে ভারতে ২০১০ সাল থেকে এ পর্যন্ত পশুবাদী গো-সন্ত্রাসীদের দ্বারা সম্পূর্ণ অন্যায়ভাবে অন্তত: ২৮ জনকে হত্যা ও বহু মুসলমানকে আহত করার ঘটনা ঘটেছে। এ ধরনের জঘন্য ঘটনা এখনো অব্যাহত রয়েছে। এ অমানবিক বর্বর নির্যাতন ও হত্যাকান্ডগুলো ভারতের বর্তমান সরকারের উচ্চ পদস্থ লোকদের ইন্ধনেই সংঘটিত হচ্ছে। গত ৩০ জুন ভারতের বিভিন্ন শহরে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজর সাধারণ মানুষ এ গো-সন্ত্রাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এ জঘন্য বর্বর হত্যা-নির্যাতন কোনভাবেই মেনে নেয়া যায় না। মনে রাখতে হবে, ভারতের মুসলমানরা একা নয়, সরা দুনিয়ায় প্রায় ২০০ কোটি মুসলমান রয়েছে। সুতরাং ভারতের মুসলমানদের উপর এহেন জুলুম নির্যাতন বিশ্ববাসী কোনভাবেই মেনে নিবে না। বিবৃতিতে নেতৃদ্বয়, ভারত সরকারকে অবিলম্বে সেদেশের সংখ্যালঘু মুসলমানদের উপর পরিচালিত পশুবাদী গো-সন্ত্রাসীদের ঘৃন্য আক্রমন ও হত্যাকান্ড বন্ধ করার দাবী জানান। সে দেশের সংখ্যালঘু মুসলমানদের নাগরিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেনের জোর দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।