মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শীর্ষ ৮০টি মিডিয়া
ইনকিলাব ডেস্ক : সউদী জোটের চাপের মুখে থাকা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার স¤প্রচার অব্যাহত রাখার পক্ষে এবার সরব হয়েছে বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলোর জোট ডিজিটাল কনটেন্ট নেক্সট। বিবিসি, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ সংবাদমাধ্যমগুলো ওই জোটভুক্ত। এছাড়া জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতির মাধ্যমে ডিজিটাল কনটেন্ট নেক্সট আল-জাজিরার প্রতি সংহতি প্রকাশ করে। সউদী জোটের ভূমিকাকে আজ-জাজিরার কণ্ঠরোধের মধ্যে দিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের পায়তারা হিসেবে দেখছেন তারা। আল-জাজিরা।
হামলাকারীকে খুঁজছে
ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে গ্রেনেড হামলা চালানো সাবেক গোয়েন্দা কর্মকর্তা অস্কার পেরেজকে হন্যে হয়ে খুঁজছে দেশটির সামরিক বাহিনী। তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, ক্যারিবীয় উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত হেলিকপ্টারটি। পুরো সামরিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টে একটি পুলিশ হেলিকপ্টার থেকে গ্রেনেড হামলা চালায় অস্কার পেরেজ নামে ওই গোয়েন্দা কর্মকর্তা। বিবিসি, আল-জাজিরা।
পুরুষরা স্কার্ট পরছে
ইনকিলাব ডেস্ক : ব্রিটেন এবং ইউরোপের আরও কিছু দেশে গরমে অতিষ্ঠ পুরুষ এবং ছেলেরা এখন স্কার্ট পরতে শুরু করেছেন। ফ্রান্সে বাস ড্রাইভাররা গরমে টিকতে না পেরে লং ট্রাউজার্স ছেড়ে স্কার্ট পরা ধরেছেন। শর্টস বা খাটো প্যান্ট পরার ওপর যেহেতু বিধিনিষেধ আছে, তাই ন্যান্টস এর সিএফডিটি সেমিটান ইউনিয়নের সদস্য বাস ড্রাইভাররা স্কার্ট পরে কাজে আসতে শুরু করেছেন। ড্রাইভারদের স্কার্ট পরে কাজে আসার ভিডিও সেখানে এক লক্ষ ষাট হাজার বার অনলাইনে দেখেছেন মানুষ। ইউনিয়নের একজন সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের বলেন, যখন উইন্ডস্ক্রীনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে সারাদিন বসে থাকতে হচ্ছে, তখন এই কাজের পরিবেশ গ্রহণযোগ্য হতে পারে না। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।