Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী সপ্তাহে জার্মানির হামবুর্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন। বিগত দিনগুলোতে দুনেতার মধ্যে একাধিকবার ফোনালাপ হলেও, সামনাসামনি দেখা হয়নি। এবার অপেক্ষার পালা ঘুচছে। খবরে বলা হয়, আগামী ৭ ও ৮ জুলাই হামবুর্গে বসছে বিশ্বের বৃহত্তম ২০টি অর্থনীতির জোট জি-২০ এর বার্ষিক শীর্ষ সম্মেলন। জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দেবেন। থাকছেন ট্রাম্প ও পুতিন। আশা করা হচ্ছে, এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হবেন তারা। সম্মেলনের মাঝে দু’জন দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন ও হোয়াইট হাউজ। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে ক্রেমলিনের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্তও চলছে। অনেকের মতেই, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পছন্দের ব্যক্তি হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করেছেন ট্রাম্প। সিরিয়াসহ নানা ইস্যুতে দু’পক্ষের বিরোধ রয়েছে। এমন বৈশ্বিক পরিস্থিতিতে দু’নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়ে আগ্রহী বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার জানান, জি-২০ সম্মেলনের মাঝে মোট নয়টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। এর মধ্যে পুতিনের সঙ্গে বৈঠকটিও রয়েছে। এ বৈঠককে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ তিনি। তিনি জানান, এটা নিছকই সৌজন্যমূলক বৈঠক। এমনকি এ বৈঠকের নির্দিষ্ট কোনো আলোচ্যসূচিও নেই। তবে ট্রাম্প প্রশাসন যতোই একে গুরুত্বহীন বলুক না কেন, বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই নেতার বৈঠকে নজর থাকবে পুরো বিশ্বের। রয়টার্স, সিএনবিসি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ