Inqilab Logo

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

ইউক্রেনকে অস্ত্র দেয়ার বদলে কূটনৈতিক পন্থা গ্রহণের আহ্বান জার্মান রাজনীতিবিদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম

জার্মানি ইউক্রেনের সংঘাতের একটি পক্ষ নয় এবং ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করা উচিত, অল্টারনেটিভ ফর জার্মানি পার্টির কো-চেয়ারম্যান টিনো ক্রুপাল্লা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন।

‘আমরা প্রথম থেকেই এর সমালোচনা করে আসছি,’ তিনি কিয়েভকে অস্ত্র সরবরাহের বিষয়ে মন্তব্য করেছেন, ‘এ বৃত্ত ভাঙ্গা দরকার।’

‘এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটির একটি পক্ষ নই,’ পূর্ব জার্মানির সিলো হাইটসে সোভিয়েত যুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে এ রাজনীতিবিদ বলেছিলেন।

‘একটি সমাধান খোঁজার জন্য কূটনীতি এবং আলোচনার প্রয়োজন,’ ক্রুপাল্লা উল্লেখ করেছেন।

গত সপ্তাহে, জার্মানি ইউক্রেনে ১৪টি লেপার্ড ২ ট্যাঙ্ক পাঠানোর অনুমোদন দিয়েছে এবং অন্যান্য দেশকে এই ধরনের ট্যাঙ্ক পুনরায় রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ