Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মকবুল হোসেনকে শপথবাক্য পাঠ করিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ কার্যালয়ে বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তিনি (মকবুল হোসেন) এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করেছেন। এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বগুড়ার সংসদ সদস্য আবদুল মান্নান, হাবিবুর রহমান ও নূরুল ইসলাম ওমর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন। গত বছর ২৮ ডিসেম্বর দেশের ৫৯ টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইনগত জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া  জেলার নির্বাচন স্থগিত হয়ে যায়। বগুড়া  জেলা পরিষদের নির্বাচন গত ২৫ মে অনুষ্ঠিত হয় এবং এতে মকবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলা পরিষদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ