রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) থেকে প্রার্থী হওয়ার ঘোষণা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় বোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষতায় বসানোর আহবান জানান। শনিবার বিকালে রাজারহাট বাজারে দাউদখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দাউদখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ফজলুল হক রাহাত খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ আজিম-উল-হক, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি মোঃ ফারুকুজ্জামান, মঠবাড়িয়া পৌর আ‘লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল সোহেল, মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান ও মোঃ শহিদ মিয়া প্রমূখ।
এসময়ে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, এবিএম ফারুক আহমেদ ও রিয়াজুল আলম ঝনো প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।