পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আরব নিউজ : আরব বিশে^র নেতারা মক্কায় মসজিদুল হারামকে টার্গেট করে সন্ত্রাসী চক্রান্তের নিন্দা করেছেন। সউদি নিরাপত্তা বাহিনী শুক্রবার এ চক্রান্ত ব্যর্থ করে দেয়।
সউদি বাদশাহ সালমান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহর নিকট থেকে একটি বার্তা পেয়েছেন যাতে কুয়েতী নেতা সন্ত্রাসী চক্রান্তের জোর নিন্দা জানিয়েছেন যা ইসলামের শিক্ষা এবং সকল ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। কুয়েতের যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ এবং প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ এ ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে সউদি বাদশাহর কাছে বার্তা পাঠিয়েছেন।
ইউএই-র পররাষ্ট্র বিষয় ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানও মসজিদুল হারামকে লক্ষ্য করে ষড়যন্ত্রের নিন্দা করেছেন। তিনি বলেন, এ ঘৃণ্য অপরাধ ঐ সব সন্ত্রাসী গ্রুপগুলোর সন্ত্রাস ও বর্বরতার পরিচয় প্রকাশ করে। কোনো সুস্থ লোক এর যৌক্তিকতা প্রতিপাদন বা ব্যাখ্যা করতে পারে না। এ ঘৃণ্য কাজ আমাদেরকে সন্ত্রাস নির্মূল ও সেগুলোর উৎসসহ যারা তাদের অর্থসহায়তা , উৎসাহ প্রদান, সহানুভূতি প্রদর্শন অথবা যে কোনোভাবে তা ন্যায্যতার পক্ষে কথা বলে তাদেরকে বিনাশ করতে আরো অনমনীয় ও দৃঢ়সংকল্প করবে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ চক্রান্তের নিন্দা এবং সন্ত্রাস ও উগ্রপন্থা মোকাবেলায় সউদি আরবের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সউদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যে কোনো হামলা ও ষড়যন্ত্র মোকাবেলায় সে দেশের পাশে মিসর সরকার ও জনগণের থাকার কথা নিশ্চিত করেছে।
বাহরাইন কঠোর ভাষায় এ চক্রান্তের নিন্দা করেছে এবং জোর দিয়ে বলেছে যে সন্ত্রাস সকল ধর্ম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিরোধী। দেশটি সন্ত্রাস প্রত্যাখ্যানে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে এবং সকল দেশ ও মানুষের প্রতি এই হুমকি নির্মূল করতে ঘনিষ্ঠ আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে।
ইরাক মসজিদুল হারাম লক্ষ্য করে ব্যর্থ ষড়যন্ত্রের নিন্দা এবং সউদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গ্রæপগুলোর মোকাবেলায় দেশটির সাথে সংহতি প্রকাশ করেছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ জামাল এক বিবৃতিতে বলেন, এ অপচেষ্টা সন্ত্রাসী চক্রের বুদ্ধিবৃত্তিক ও মতাদর্শগত বিপথগামিতা প্রদর্শন করে যা তাদেরকে পবিত্র রমজান মাসে মসজিদুল হারামে হামলা করার চেষ্টার দিকে ঠেলে দিয়েছে।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, মসজিদুল হারামকে সন্ত্রাসী গ্রæপগুলোর লক্ষ্যবস্তু করার ঘটনায় এটা নিশ্চিত যে গ্রæপগুলো নিষেধের সীমা অতিক্রম করেছে এবং তাদের ষড়যন্ত্রে প্রতিফলিত হয়েছে যে ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতেও তারা দ্বিধা করে না।
জর্দানের মিডিয়া বিষয় ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ মোমানি এ ব্যর্থ হামলার নিন্দা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সউদি আরবের প্রতি জর্দানের সমর্থন প্রকাশ করেন। তিনি সন্ত্রাসী ও সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টা গ্রহণের জন্য জর্দানের আহবান পুনর্ব্যক্ত করেন।
তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, তারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরোধী। তিউনিসিয়া সউদি আরবের সাথে সংহতি প্রকাশ করে। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি এক বিবৃতিতে বলেন, আমি মক্কার মসজিদুল হারামকে লক্ষ্য করে সন্ত্রাসী চক্রান্তের কঠোর নিন্দা জানাই। এটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এক ভীষণ ঘৃণ্য অপরাধ। তিনি এ মসজিদুল হারাম ও ওমরাহকারীদের বিরুদ্ধে হামলার চক্রান্ত ব্যর্থ করতে সউদি নিরাপত্তা বাহিনীর দ্রæত পদক্ষেপের প্রশংসা করেন।
সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সন্ত্রাসী চক্রান্তের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছে।
মূল্যবোধ বিবর্জিত
মুসলিম ওয়ার্ল্ড লীগ (এম ডবিøউ এল) মহাসচিব শেখ মোহাম¥দ আবদুল করিম আল-ইসা এক বিবৃতিতে বলেন যে সন্ত্রাসবাদ হচ্ছে মূল্যবোধ বিবর্জিত এক অপকর্ম।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব এ সন্ত্রাসী চক্রান্তের নিন্দা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সউদি আরবের প্রতি ওআইসির পূর্ণ সমর্থন জানান।
রিয়াদে কাউন্সিল অব সিনিয়র স্কলারস বলেন, তারা এ সন্ত্রাসী চক্রান্ত ব্যর্থ করে দেয়ার জন্য সউদি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। কাউন্সিল বলে, যারা এ অপরাধের পরিকল্পনা করেছে তারা মসজিদুল হারামের পবিত্রতার প্রতি সম্মান দেখায়নি । তাই তাদের কোনো ধর্ম বা সততা নেই।
দুই পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস পবিত্র স্থানগুলো রক্ষায় অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অর্জিত সাফল্যের প্রশংসা করেন।
বাহরাইনের ইসলামী বিষয় সংক্রান্ত সুপ্রিম কাউন্সিল মক্কার মসজিদুল হারাম লক্ষ্য করে সন্ত্রাসী ষড়যন্ত্রের নিন্দা করেন। এক বিবৃতিতে কাউন্সিল বলে, রমজান মাসে মসজিদুল হারামকে ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু করা থেকে সুস্পষ্ট যে সন্ত্রাসীদের মধ্যে কোনো ধর্মীয় নৈতিক বা মানবিক মূল্যবোধ নেই।
কাউন্সিল অব পাকিস্তানি স্কলারস মসজিদুল হারামকে লক্ষ্য করে সন্ত্রাসী চক্রান্তের তীব্র নিন্দা করেছে।
আল-আজহার আহমেদ আল-তাইয়েব-এর গ্র্যান্ড ইমাম এ হামলার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন। সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলার সময় আল-তাইয়েব বলেন, আল আজহার সউদি আরবের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও তা নির্মূলকে সমর্থন করে। তিনি সউদি নিরাপত্তা বাহিনীর সতর্কতার প্রশংসা করেন।
মিসরের মুফতি শওকি আল্লাম রমজানের সময় হামলার চেষ্টাকারীদের তীব্র সমালোচনা করেন। তিনি এ ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার জন্য সউদি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।