Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটিএমের ৫০ বছর : ব্যাংকিংকে বদলে দিয়েছে যে যন্ত্র

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক ঃ পৃথিবীজুড়ে মানুষের ব্যাংকিংএর অভিজ্ঞতা চিরকালের জন্য বদলে দিচ্ছে যে যন্ত্র - তার নাম এটিএম বা অটোমেটেড টেলার মেশিন - সোজা কথায় ব্যাংক থেকে ‘চিপ অ্যান্ড পিন’ কার্ড দিয়ে টাকা তোলার যন্ত্র। এই যন্ত্রের উদ্ভাবন হয় আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে, ব্রিটেনে - ১৯৬৭ সালের জুন মাসে। উত্তর লন্ডনের এনফিল্ড এলাকায় বার্কলেজ ব্যাংকেরএকটি শাখায় চালু করা হয়েছিল প্রথম এটিএম, যাকে ‘ক্যাশ মেশিন’ও বলেন অনেকে। উদ্বোধন করেছিলেন বিখ্যাত মেডি অভিনেতা রেগ ভার্নি।
প্রথম দিকে এটিএম থেকে টাকা তুলতে হলে ব্যাংকের ভাউচার নিতে হতো। একবারে তোলা যেতো দশটি ১ পাউন্ডের নোট। ১৯৭০এর দশকে চালু হয় কার্ড, আর চার অংকের ‘পিন কোড’ দিয়ে টাকা তোলার ব্যবস্থা।
সারা দুনিয়ায় এখন ত্রিশ লাখের মতো ক্যাশ মেশিন বা এটিএম আছে। সবশেষ চালু হয়েছে মোবাইল ফোন ব্যবহার করে টাকা তোলার ব্যবস্থা। পৃথিবীর বহু দেশের শহরগুলোয় দোকানপাটের কাছাকাছি কিছু দূরে দূরেই এখন দেখা যায় ‘দেয়ালের গায়ে গর্ত’ - অনেক সময় পাশাপাশি একাধিক ব্যাংকের এটিএম।
আপনার একাউন্টের টাকা তোলার জন্য আপনাকে এখনআর ব্যাংকে দৌড়াতে হয় না - বরং খুঁজে নিতে হয় কাছাকাছি একটা ক্যাশ মেশিন।
এটিএম এখন পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থার সাথে এমনভাবে সংযুক্ত হয়ে গেছে যে, এক দেশের ব্যাংক কার্ড দিয়ে এখন পৃথিবীর অন্য প্রান্তের কোন দেশের এটিএম থেকেও টাকা তোলা সম্ভব। আধুনিক এটিএম থেকে ভিডিও লিংকের মাধ্যমে ব্যাংকের সাথে কথা বলার ব্যবস্থাও আছে।
এমনকি এটিএম-এর পর্দায় আঙুল দিয়ে স্বাক্ষর করে আপনি নতুন একাউন্ট খুলতে পারবেন, নিজের ছবিও তুলতে পারবেন।  সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ