পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপি স্থায়ী কমিটির নেতা মওদুদ আহমদের জন্য খাট পাঠাতে চান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। স¤প্রতি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মওদুদ আহমদকে তাঁর গুলশানের বাড়ি ছাড়তে হয়। বাড়ি ছাড়ার দিন মওদুদ বলেছিলেন, তিনি ফুটপাতে থাকবেন। পরে অবশ্য তিনি গুলশানে অন্য একটি ফ্ল্যাটে ওঠেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, এখন তাঁর খাট ভাঙা। তিনি ফ্লোরে ঘুমান। এ প্রসঙ্গ মোহাম্মদ নাসিম বলেন, ‘উনার (মওদুদ) নাকি খাট নেই। চাইলে খাট পাঠিয়ে দেব। চাইলেই পাঠিয়ে দেব। অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। লজ্জা হওয়া উচিত। আবার নাটক করেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নাসিম এ কথা বলেন। মওদুদ ‘নাটক’ করছেন দাবি করে নাসিম বলেন, ‘মওদুদ আহমদ অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। তাঁর লজ্জা হওয়া উচিত। এখন আবার তিনি নাটক করছেন। চট্টগ্রামের রাঙ্গুগুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রসঙ্গে নাসিম বলেন, ‘উনি (ফখরুল) জামা খুলে ফেললেন। এটা কোনো কথা হলো? নিজের কষ্টের কথা কাউকে বলতে হয় না। রাজউকের উচ্ছেদে মালপত্র সরিয়ে দেওয়ার সময় খাটসহ বেশ কিছু আসবাব ভেঙে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গত ১৫ জুন বলেন, এখন তাকে মেঝেতে ঘুমাতে হচ্ছে। গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে মওদুদ বসবাস করে আসছিলেন গত কয়েক দশক ধরে। কিন্তু ভুয়া আমমোক্তারনামা তৈরি করে মওদুদের ভাইয়ের নামে ওই বাড়ির দখল নেওয়া হয়েছে অভিযোগ করে দুদক মামলা করলে শুরু হয় আইনি লড়াই। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টা ৫৫ মিনিটে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়। গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করেন। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট আলোচনার ১২তম দিনে আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, সরকারি দলের আবদুল মতিন খসরু, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মোরশেদ আলম, জাহিদ আহসান রাসেল, রহিম উল্লাহ, আবু রেজা মো. নেজাম উদ্দিন, বেগম আখতার জাহান, বেগম আয়শা ফেরদাউস, শামছুন নাহার বেগম, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন ও ওয়ার্কার্স পার্টির বেগম হাজেরা খাতুন আলোচনায় অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।