২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
বয়স বাড়ার সাথে সাথে বা সময়ে কালচক্রে অতিরিক্ত ব্যস্ততায় যখন দেহ ক্লান্তিময় হয়ে উঠে। তখন ত্বকের ‘ডারমিস স্তরে’ কোলাজেন নিঃসরণ ও তৈরি একেবরেই কমে যায়। ফলে ত্বকে কোলাজেন শূন্যতা সৃষ্টি হয়ে বলিরেখা তৈরি হয় এবং ত্বকের দেহের রূপ-লাবণ্যে ভাটা পড়ে এবং এক বিকৃত মুখশ্রী ও এবড়ো-থেবড়ো দেহ তৈরি হয়। মেয়েদের সমস্যাটি বেশি হয়।
এজন্য বডি শেপিং স্লিমিং করতে ‘রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জী’ এক আলোড়ন। এটি কোন পার্শ্বক্রিয়া ছাড়াই ত্বককে টান টান করে দেয় এবং এক অপূর্ব স্লিমিং মসৃণ দেহবল্লবী সৃষ্টি করে।
কিভাবে কাজ করে?
‘রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জী’ ত্বকের গভীরে অর্থাৎ ডারমিস স্তরে ঢুকে অভ্যন্তরীণ পরিবেশকে কোমল-কুসুম গরম করে তোলে এবং ডারমিস স্তরকে উত্তেজিত করে ক্লোলাজেন তৈরিতে সাহায্য করে। ফলে ত্বকের অভ্যন্তরে নতুন কোলাজেন তৈরি হয় এবং সৃষ্ট বলিরেখাগুলো মিলিয়ে দেয়। এতে ত্বক টান্ টান্ হয়ে উঠে এবং নারীদেহের মুখ, পেট ও কোমর অপূর্ব ¯øীম হয়ে উঠে।
সুবিধা সমূহ : নেই কোন সার্জারি, নেই ব্যথা, নেই অবশ করণ প্রক্রিয়া, নেই পার্শ্বক্রিয়া যা অতি অল্প সময়েই চিকিৎসা সম্ভব। যাতে স্কার-মার্কের সম্ভাবনাও নেই ।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক যৌন, সেক্স ও এলার্জী বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন :০২৯৩৪২৮৭৬, ০১৭১৯২১৯৪২৯।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।