Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুমিতা সিনেমা হল মালিককে মারধর

যৌথ প্রযোজনার ছবি প্রদর্শন বন্ধের দাবিতে ঘেরাও

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৭, ১২:০০ এএম



স্টাফ রিপোর্টার ঃ ঢাকা সিনেমা হলে বিদেশে ছবি প্রদর্শন বন্ধের দাবিতে গতকাল লসন্সর বোর্ড ঘেরাও কর্মসুচি পালন করেন চলচ্চিত্রের ১৪টি সংগঠনের নেতা-কর্মীরা। তাদের অংশগ্রহণে এফডিসি থেকে মিছিল বের হয়ে সেন্সরবোর্ডের সামনে অবস্থান করে। এই মিছিলে অংশ নেন আলীরাজ, মিশা সওদাগর, রিয়াজ, রেসি, সাইমন সাদিক, তানিন সুবহাসহ আরো অনেক শিল্পী কলাকুশলী। এ সময় সেন্সরবোর্ডের প্রবেশ পথে মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ও সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদকে মারধর করা হয়েছে। তার কাপড়চোপড় ছিঁফে ফেলে মিছিলরত শিল্পী কলাকুশলীরা। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, আমি সেন্সরে ছবি দেখার জন্য আসলে আমাকে সেন্সরের প্রবেশ পথে ডেকে প্রযোজক খোরশেদ আলম খসরু, মিশা সওদাগর ও রিয়াজ টেনে হিঁচড়ে মারধর করেন। আমি খুবই অবাক ও মর্মাহত হয়েছি। এভাবে আমাকে ডেকে রাস্তায় নামিয়ে মারধর করে আহত করা হয়েছে।
 জানা যায় গতকাল বুধবার দুপুরে যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ ও ‘নবাব’ সেন্সরে দেখার কথা সেন্সরবোর্ডের সব সদস্যের। সুত্র জানায়, চলচ্চিত্রের ১৪টি সংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় যৌথ প্রযোজনার ছবি প্রদর্শন বন্ধের দাবিতে কয়েকদিন ধরেই মিছিল ও আলোচনা সভা করছেন। তাদের অভিযোগ, যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটি নির্মাণের ক্ষেত্রে। এজন্য এই আন্দোলন। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন  গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমরা তথ্যমন্ত্রীকে লিখিত চিঠিতে দেখিয়েছি কীভাবে ছবি দুটি যৌথ প্রযোজনার নীতিমালা ভেঙেছে। তারা নীতিমালার ৬ নং ধারা লঙ্ঘন করেছে। ‘বস-২’ ও ‘নবাব’ ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থানীয় ছবি হিসেবে নিবন্ধিত। তিনি আরো বলেন, ‘নবাব’ ৩ শে মে স্ক্রিপ্ট পর্যালোচনা কমিটির কাছে স্ক্রিপ্ট জমা দিয়ে কীভাবে ৬ জুন প্রিভিউ করায় পুরো ছবি? ৭ দিনে ছবির কাজ কীভাবে শেষ হলো? জাজের কর্ণধার আবদুল আজিজ এই মর্মে মুচলেকা দিয়েছেন আর ভঙ্গ করবেন না নীতিমালা। এর আগেও ‘বাদশা’ ও ‘শিকারি’র জন্য একই রকম মুচলেকা দিয়েছিলেন তিনি। একই ভুলের জন্য কয়বার ক্ষমা করা হবে? এর আগে ১৮ই জুন চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকরা এফডিসিতে প্রতিবাদ সমাবেশ করেন। ওইদিন তারা ইস্কাটনে অবস্থিত চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তথ্য মন্ত্রণালয়ে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন। ‘বস টু’ ছবিতে অভিনয় করেছেন কোলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। এটি পরিচালনা করেছেন বাবা যাদব ও আবদুল আজিজ। আর ‘নবাব’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক শাকিব খান ও কোলকাতাতর নায়িকা শুভশ্রী। এটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মূখার্জি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারধর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ