Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কালিয়াকৈরে সাংবাদিক পরিচয়ে গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ৬:৪৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিক পরিচয় দিয়ে একটি অটোমোবাইল গ্যারেজ মালিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাক বাদী হয়ে তথাকথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত কতিথ সাংবাদিক মোঃ মঈন দেওয়ান উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের মোঃ ইব্রাহিম দেওয়ানের পুত্র এবং কালিয়াকৈর পৌর স্বে”ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় অভিযুক্ত মুঈন দেওয়ান বুধবার সকালে চন্দ্রা জোড়া পাম্প এলাকায় তার ব্যবহৃত গাড়িটি মেরামতের জন্য আব্দুর রাজ্জাকের গ্যারেজে নিয়ে যায়। এসময় গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাক গাড়িটি মেরামতের জন্য গাড়ির মালিক কতিথ সাংবাদিক মঈনের কাছে টাকা দাবী করে। এতে ক্ষুব্ধ হয়ে কতিথ সাংবাদিক মঈস গ্যারেজ মালিক রাজ্জাককে এলোপাতাড়ি মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। কালিয়াকৈর থানার ডিওটি অফিসার মোঃ হাফিজুর রহমান গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাকের অভিযোগ দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারধরের অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ