Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির ঢাকা সফর স্থগিত

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার  : বিজেপির প্রভাবশালী নেতা ভারতের অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির জুলাই মাসে ঢাকা সফর স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে সরকারকে একথা জানিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে অরুণ জেটলির আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই ঢাকা সফরের কথা ছিল।  সফরে দুই দেশের অর্থমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও ৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অরুণ জেটলির সৌজন্য সাক্ষাতের কথা ছিল। কিন্তু হঠাৎ করে সফল বাতিল করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান,  মোদির ক্যাবিটেনের প্রভাশালী সদস্য অরুণ জেটলি কেন ঢাকা আসছেন না এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের শুরু থেকেই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন বিজেপি নেতা অরুণ জেটলি। গত মার্চে মনোহর পারিকর দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ছেড়ে গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর অরুণ জেটলিকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের দায়িত্বও দেওয়া হয়।
কূটনৈতিক সূত্রের খবর, চলতি বছরের শুরু থেকেই অরুণ জেটলির সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। গত ফেব্রæয়ারি ও মার্চ মাসে দু’দফা তার ঢাকা সফরের তারিখ প্রস্তব করা হয়। কিন্তু উভয়ের সুবিধাজনক না হওয়ায় সেই সময়ে সফরটি বাস্তবায়িত হয়নি। এবার উভয়ের সুবিধাজনক তারিখই প্রস্তাব করা হয়। সেটিও পিছিয়ে গেল।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ-কানেকটিভিটি ও উন্নয়ন খাতে ৩৫টি ডকুমেন্ট এবং একটি যৌথ ঘোষণা সই হয়। প্রধানমন্ত্রীর দিল্লী সফরের পর ভারতের প্রভাবশালী কোনো মন্ত্রীর এটাই ঢাকায় প্রথম সফর হওয়ার কথা ছিল। সঙ্গত কারণেই সফরটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের কর্মকর্তারা আশা করেছিলেন, অর্থ ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দু’টি দপ্তরের দায়িত্বে থাকা ওই বিজেপি নেতার সফরে দুই দেশের মীমাংসিত এবং অমীমাংসিত অনেক বিষয়ই আলোচনায় তোলার ইচ্ছা ছিল। হঠাৎ করে সে সফর স্থগিত হয়ে গেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ