পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা ঃ পুরান ঢাকার চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমেনা (৫৫), পূত্রবধূ শিরিন (৩০) ও শিরিনের মেয়ে আফরিন (০৪)। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মঘ্যে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে টিনশেড ঘরের উপর পড়লে ওই পরিবারের পাঁচজন আহত হন।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, বৃষ্টির মধ্যে তাদের ঘরের পাশে থাকা একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হলে তার ছিঁড়ে ঘরের উপর পরে। স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।