Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত পুলিশ সদস্যরা চির স্মরণীয় হয়ে থাকবেন : পুলিশ কমিশনার

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন তারা চির স্মরণীয় হয়ে থাকবেন। কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গতকাল রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এই অনুষ্ঠানে কমিশনার বলেন, ‘কর্তব্যরত অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের জীবনের মূল্য আমরা দিতে পারবো না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়-দায়িত্ব আমরা নিচ্ছি এবং নিবো। কর্তব্যরত অবস্থায় আমাদের কোন সদস্য যদি আহত হন অবশ্যই আমরা তার সব চিকিৎসার ব্যয় বহন করবো। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করার দায়িত্বও আমাদের।
তিনি বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমারা তথা এ দেশর মানুষ চিরঋণী । তাদের এ আত্মদান চিরস্বরণী হয়ে থাকবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপির কোন সদস্য কর্তব্য পালনকালে আহত হন বা দেশের স্বার্থ রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন তাদের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো। যারা মৃত্যুবরণ করেছেন তাদের এই আত্মত্যাগের ঋণ তো টাকা দিয়ে শোধ করা যাবে না।
নিহত ও আহত ১২ পুলিশ সদস্য ও তাদের পরিবারকে ৩৬ লাখ টাকা আর্থিক অনুদান দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ